মাছ ভাজা (maach bhaaja recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#ভাজার রেসিপি
মাছ ভাজা আর গরম ভাত এই দুয়ের কম্বিনেশন অসাধারণ। এর সাথে আর কিছুর দরকার পড়ে না।

মাছ ভাজা (maach bhaaja recipe in Bengali)

#ভাজার রেসিপি
মাছ ভাজা আর গরম ভাত এই দুয়ের কম্বিনেশন অসাধারণ। এর সাথে আর কিছুর দরকার পড়ে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 3 টেতেলাপিয়া মাছ
  2. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  3. 1 চা চামচলবণ
  4. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  5. প্রয়োজন মতো ভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদ, লঙ্কাগুঁড়ো ভালো করে মাখিয়ে নিন।

  2. 2

    এরপর প্রয়োজনমতো তেল গরম করে মাছ তেলে ছেড়ে দুই পিঠ লালচে করে ভেজে তুলে নিন।

  3. 3

    মাছ ভাজা রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes