মিষ্টিকুমড়ো ফুলের বড়া(mishti-kumro fooler bora recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2
#জামাইষষ্ঠী
#ভাজার রেসিপি
বাঙালির ভাতের পাতে ডালের সাথে গরম গরম এই ভাজা থাকলে আর কিছুর দরকার পড়ে না; ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের খাবার।

মিষ্টিকুমড়ো ফুলের বড়া(mishti-kumro fooler bora recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
#ভাজার রেসিপি
বাঙালির ভাতের পাতে ডালের সাথে গরম গরম এই ভাজা থাকলে আর কিছুর দরকার পড়ে না; ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
৪-৫জন
  1. ১কাপ ময়দা
  2. ১২টি মিষ্টি কুমড়োর ফুল
  3. ৩চা চামচ সর্ষের তেল
  4. নুনস্বাদ-অনুযায়ী
  5. ১/২চা চামচ কালোজিরে
  6. ১/২চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  7. ১ টেবিল চামচ পোস্ত
  8. ২টি কাঁচালঙ্কা কুচি
  9. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১/২চা চামচ করে আদা ও জিরে বাটা
  11. প্রয়োজন অনুযায়ী জল
  12. পরিমাণ মতোভাজার জন্য পর্যাপ্ত রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    কুমড়ো ফুলগুলোর বোঁটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে।পাপড়ি ধরে নীচে বোঁটা ধরে টানলেই খুলে আসবে বোঁটা।প্রতিটি ফুল এভাবেই গোটা রেখে ধুয়ে নিতে হবে খুব সাবধানে।

  2. 2

    ময়দার ময়ান:-ময়দার মধ্যে ৩চামচ সর্ষের তেল ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে হাতের তালুতে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে একটুক্ষণ।তারপর উপরে উল্লেখিত সকল মশলা মিশিয়ে দিতে হবে এর সাথে খুব ভালো করে শুকনো অবস্থাতেই।আদা ও জিরে বাটা দিয়ে ময়দা মেখে নিয়ে এবারে জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে।

  3. 3

    ফেটাতে হবে খুব করে,তবেই এটা মুচমুচে ও ফ্লপি হবে।খুব পাতলা গোলা যেন নাহয় সেদিকে খেয়াল রাখতে হবে।এই ব্যাটারে একটা করে ফুল চুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে এপিঠ-ওপিঠ করে।

  4. 4

    মোটামুটি কড়া হবে ভাজা, তাহলে খেতে বেশি ভালো লাগে।লো টু মিডিয়াম ফ্লেমে একসঙ্গে তিন-চারটে দিয়ে ভেজে নেওয়া যায় এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া।হয়ে গেলে গরম গরম পরিবেশন করো শুধুই খাওয়ার জন্য বা ভাতের সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes