মোচার ঘণ্ট(mochar ghonto recipe in Bengali)

Mita Modak
Mita Modak @mitaspassion

মোচার ঘণ্ট একটি পুরানো বাঙালি নিরামিষ রান্না।খুব ই জনপ্রিয় রান্না। উৎসব, অনুষ্ঠান সব সময় হই

মোচার ঘণ্ট(mochar ghonto recipe in Bengali)

মোচার ঘণ্ট একটি পুরানো বাঙালি নিরামিষ রান্না।খুব ই জনপ্রিয় রান্না। উৎসব, অনুষ্ঠান সব সময় হই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ১ টি (মাঝারি আকারের) মোচা
  2. ২ টি আলু ডুমো করে কাটা
  3. পরিমান মতো ছোলা সেদ্ধ করা
  4. ৩টেবিল চামচ নারিকেল কুচি
  5. ৩টেবিল চামচ আদা ও লঙ্কা একসাথে বাটা
  6. ১চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদমতো নুন
  9. ১ টেবিল চামচঘি
  10. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  11. ফোঁড়নের জন্য
  12. ১ টাতেজপাতা
  13. ১টাশুকনো লঙ্কা
  14. ১/২ চা চামচজিরা
  15. ৩ টেবিল চামচসর্ষের তেল
  16. ১টা পাতিলেবু

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মোচা আগের দিন রাতে কেটে লেবুর রস,হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি।পরের দিন ওই জলেই ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি।

  2. 2

    এবার কড়াই এ সরষের তেল গরম করে,নারিকেল ভেজে তুলে রেখেছি,তারপর ফোরণ দিয়ে আলু ভাজতে দিয়েছি,নুন দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে ভাজতে দিয়েছি।

  3. 3

    কিছুক্ষন পর ঢাকা খুলে সেদ্ধ মোচা,ছোলা দিয়ে ভেজে নিয়ে সব মসলা মিশিয়ে(গরম মশলা বাদে) ভালো করে কষেছি।এরপর জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি।

  4. 4

    ৫ মিনিট পর ঢাকা খুলে আলু সেদ্ধ হলে জল সুখিয়ে নিয়ে ভাজা নারিকেল, ঘী,গরম মশলা মিশিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন র পাত্রে সাজিয়ে নিয়েছি মোচার ঘণ্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mita Modak
Mita Modak @mitaspassion
cooking and experiment with recipes are my Passion
আরও পড়ুন

Similar Recipes