নিরামিষ মোচার ঘন্ট (niramish mochar ghonto recipe in Bengali)

Sharmistha Paul
Sharmistha Paul @Sharmisthapaul

#cookpad
#ফেব্রুয়ারি৩
আমি নিরামিষ মোচার ঘন্ট পরিবেশন করলাম💕

নিরামিষ মোচার ঘন্ট (niramish mochar ghonto recipe in Bengali)

#cookpad
#ফেব্রুয়ারি৩
আমি নিরামিষ মোচার ঘন্ট পরিবেশন করলাম💕

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4জন
  1. 1 টাবড়ো মোচা
  2. 1/2নারকেল কোরানো
  3. 2 টোকাঁচা লঙ্কা
  4. 2 ইঞ্চিআদা
  5. স্বাদ মতনুন ও মিষ্টি
  6. 2টেবিল চামচ সাদা তেল
  7. 1/2 চা চামচগোটা সাদা জিরে
  8. 2 কাপজল মোচা সেদ্ধ হবার জন্য
  9. 1/2 চা চামচহলুদ গুড়া
  10. 1 চা চামচসাদা জিরে গুঁড়ো
  11. 1/2 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য
  12. 1 চা চামচআদা কাঁচা লঙ্কা বাটা
  13. 2 টোআলু ছোটো ছোটো করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সব উপকরণ একসঙ্গে করে নিলাম

  2. 2

    মোচা কুচিয়ে নিতে হবে,আর নারকেল কুড়িয়ে নিতে হবে

  3. 3

    মশাটা প্রেসার কুকার এর মধ্যে জল দিয়ে বসিয়ে গ্যাসের উপর বসিয়ে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিলাম

  4. 4

    মোচা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দিলাম, এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে তেল দিয়ে তারমধ্যে গোটা সাদা জিরে সম্বর দিলাম

  5. 5

    এবার ওই গরম তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নিতে হবে

  6. 6

    আলু ভাজা হয়ে গেলে গ্যাস টাকে মিডিয়াম আঁচে রেখে দিয়ে তার মধ্য,আদা কাঁচা লঙ্কা বাটা,হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো,কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে

  7. 7

    আলু মসলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিতে হবে,এবার নুন দিতে হবে

  8. 8

    এবার ভাল করে নেড়ে চেড়ে যখন দেখবো পুরো মোচা মাখা মাখা হয়ে এসেছে গুঁড়ো গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে

  9. 9

    এবার ওই মোচার উপর কোরানো নারকেল ছড়িয়ে দিতে হবে

  10. 10

    এবার তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmistha Paul
Sharmistha Paul @Sharmisthapaul

Similar Recipes