মোচার ঘণ্ট (Mochar ghonto recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#ফেব্রুয়ারি৩
#নিরামিষ রেসিপি

মোচার ঘণ্ট (Mochar ghonto recipe in bengali)

#ফেব্রুয়ারি৩
#নিরামিষ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
  1. 1 টাবড় সাইজের মোচা
  2. 1 টাআলু ছোট টুকরো করে কাটা
  3. 1 ইঞ্চিআদা বাটা
  4. 1 চা চামচজিরে গুঁড়ো
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. 1/2 চা চামচপাঁচপোড়ন
  7. 2 টোতেসপাতা
  8. 2 টোএলাচ ও 1 টুকরো দারচিনি বাটা
  9. 1 টাটমেটো টুকরো করে কাটা
  10. 8-9 টাকাঁচালঙ্কার পেস্ট
  11. স্বাদ মতনুন
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. পরিমান মত জল
  14. পরিমান মত সর্ষের তেল
  15. 1/2 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে মোচা কেটে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। গ্যাস এ কড়াই বসিয়ে তেল দিতে হবে

  2. 2

    তেল গরম হলে আলু গুলি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে তারপর মোচা গুলিও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে তেসপাতা ও পাঁচপোড়ন পোড়ন দিয়ে টমেটো গুলি দিতে হবে তারপর আদা ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,নুন,হলুদ,চিনি ও একটু জল দিয়ে মসলা কষিয়ে ভাজা আলু ও মোচা দিয়ে মিক্স করে সামান্য জল দিয়ে আচ কমিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট হতে দিতে হবে তারপর এলাচ ও দারচিনি বাটা দিয়ে নেড়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট তারপর গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes