মশলা ফ্রেঞ্চ ফ্রাই (Masala French fries recipe in bengali)

Poushali Mitra
Poushali Mitra @poushali19

#ভাজার রেসিপি
#swaad #priyorecipe
ছোটদের সাথে সাথে বড়দেরও এই ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ প্রিয়। স্ন্যাকস হিসেবে বেশ জনপ্রিয় এটি। সময় বা উপকরণ কোনোটিই খুব বেশি দরকার নেই। তাহলে চলুন শিখে নেই দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে কিভাবে বানিয়ে নেবো।

মশলা ফ্রেঞ্চ ফ্রাই (Masala French fries recipe in bengali)

#ভাজার রেসিপি
#swaad #priyorecipe
ছোটদের সাথে সাথে বড়দেরও এই ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ প্রিয়। স্ন্যাকস হিসেবে বেশ জনপ্রিয় এটি। সময় বা উপকরণ কোনোটিই খুব বেশি দরকার নেই। তাহলে চলুন শিখে নেই দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে কিভাবে বানিয়ে নেবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জন
  1. 4 টেবড়ো সাইজের আলু
  2. 2টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  3. 200মিলি রিফাইন তেল
  4. 1 চা চামচচাট মশলা
  5. 1 চা চামচচিলি ফ্লেক্স
  6. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. 1 চা চামচবিট নুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই আলু গুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে উষ্ণ গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে আলুর স্টার্চ গুলো ওপরে ভেসে ওঠে। 10 মিনিট পর ঠাণ্ডা জলে আলুর স্টার্চ গুলো ধুয়ে কিচেন টাওয়েল এ খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে একফোঁটাও জল আলুতে না থাকে।

  2. 2

    এরপর আলুর টুকরো গুলো একটি ঢাকনা দেওয়া পাত্রে রেখে 10 মিনিটের জন্য ফ্রিজ এ রেখে দিন।

  3. 3

    এবার আলুর টুকরো গুলো ফ্রিজ থেকে বের করে 2 টেবিল চামচ কর্ণফ্লাওয়ার এ মাখিয়ে নিন।

  4. 4

    কড়া তে 200 মিলি রিফাইন তেল বেশি আঁচে গরম করে আঁচ কমিয়ে কর্ণফ্লাওয়ার মাখানো আলুর টুকরো গুলো 4 থেকে 5 মিনিট সোনালী রঙের ভেজে নিন এবং টিস্যু পেপার এর ওপর নামিয়ে নিন। এবার আবার তেল গরম করে, ভেজে রাখা আলুর টুকরো গুলো আবার তেলে ছেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য মাঝারি আঁচে ভেজে আবার টিস্যু পেপার এ তুলে নিন। এমন ভাবে ভাজতে হবে করে ওপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে কিছুটা নরম থাকবে।

  5. 5

    আলু ভাজা হলে পরিবেশন এর পাত্রে ওগুলো ঢেলে ফ্রেঞ্চ ফ্রাই এর ওপর থেকে 1চা চামচ চাট মশলা, 1 চা চামচ বিট নুন, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো ও 1 চা চামচ চিলি ফ্লেক্স ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poushali Mitra
Poushali Mitra @poushali19

Similar Recipes