ক্রিসপি এগ ফ্রিটার্স (Crispy Egg Friters recipe in bengali)

Riya Sarkar
Riya Sarkar @riya_1993

#ভাজার রেসিপি

ক্রিসপি এগ ফ্রিটার্স (Crispy Egg Friters recipe in bengali)

#ভাজার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 5 টাসেদ্ধ ডিম
  2. স্বাদ অনুযায়ীনুন
  3. 1 চা চামচশাহী গরম মশলা গুঁড়ো
  4. 1 চা চামচআদা কুচি
  5. 3 চা চামচরসুন কুচি
  6. 2 চা চামচকাঁচা লঙ্কা কুঁচি
  7. 1 চা চামচকাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  8. 1/2 কাপবেসন :
  9. 1 টাডিম :
  10. 150 গ্রামসাদা তেল :
  11. 2 টাশুকনো লঙ্কা :
  12. 1/2 কাপটমেটো সস :

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে কুসুম গুলো আলাদা করে সাদা অংশ টা কে কুঁচি করে নিতে হবে ।।

  2. 2

    তারমধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, আদা কুঁচি, 1 চামচ রসুন কুঁচি, গরম মসলা গুঁড়ো, বেসন, কাঁচা লঙ্কা কুঁচি, ডিম দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে হবে ।।

  3. 3

    এবার তেল গরম করে ডুবো তেলে ওই মিশ্রণ থেকে ফ্রিটার্স এর মতো করে ভেঁজে তুলে রাখতে হবে ।।

  4. 4

    এবার আর একটা পাত্রে দু চামচ সাদা তেল গরম করে তাতে বাকি রসুন আর কাঁচা লঙ্কা কুঁচি আর গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেঁজে তারমধ্যে আগে থেকে ভেঁজে রাখা ফ্রিটার্স গুলো দিয়ে, তারমধ্যে অল্প নুন, আর টমেটো সস দিয়ে নেড়ে নিয়ে গরম গরম নামিয়ে নিলেই তৈরী ক্রিসপি এগ ফ্রিটার্স ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Sarkar
Riya Sarkar @riya_1993

Similar Recipes