চালের ক্রেপস (chaler crepes recipe in bengali)

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

চালের ক্রেপস (chaler crepes recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪জন
  1. ২ কাপ চাল
  2. ১৫ টা কুদুরি কুচি
  3. স্বাদমতোলঙ্কা কুচি
  4. স্বাদ মতননুন
  5. ১ চা চামচ কালো জিরে
  6. ১ চা চামচ হলুদ গুঁড়া
  7. ১ চা চামচ জোয়ান
  8. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  9. ৫ চা চামচসাদা তেল
  10. ১ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    চাল কে শুকনো অবস্থার গুঁড়ো করে নিন।

  2. 2

    এবার কড়াই তে এই চাল গুঁড়ো কে শুকনো খোলায় ভেজে নিন।

  3. 3

    একটি বাটিতে জল ফুটিয়ে নুন, কালো জিরে, জোয়ান, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। এবার ওই চাল গুঁড়ো তে ঢেলে একটু পাতলা ব্যাটার বানিয়ে নিন।

  4. 4

    এবার কুচি করে কাটা কুন্দ্রি ও লঙ্কা মিশিয়ে নিন।

  5. 5

    তাওয়া গরম করে এক চামচ তেল ব্রাশ করে নিয়ে খানিকটা ব্যাটার ঢেলে গোল করে নিন।

  6. 6

    এক দিক হলে আর এক দিক উল্টিয়ে ভালো ভাবে করে নিন।

  7. 7

    এবার গরম গরম পরিেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes