আলু কুমরো ভাজা (aloo kumro bhaaja recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#দৈনন্দিন রেসিপি
এই পদটি প্রায়ই আমাদের বাড়িতে হয় আর খেতে ও খুব ভালো লাগে।

আলু কুমরো ভাজা (aloo kumro bhaaja recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
এই পদটি প্রায়ই আমাদের বাড়িতে হয় আর খেতে ও খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ১ কাপকুমরো কুচি করে কেটে নেওয়া
  2. ২ টো আলু কুচি করা
  3. ১মুঠো ছোলা
  4. ১চা চামচআদা বাটা
  5. ২ টো লঙ্কা চেরা
  6. ১/২ চা চামচকালোজিরা ফোঁড়নের জন্য
  7. প্রয়োজন মতোসর্ষের তেল
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১/২ চা চামচচিনি
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম।কুমরো ধুয়ে ছোট করে কেটে নিয়েছি।আলু কুচি করে নিয়েছি।

  2. 2

    এবার কড়াইয়ে সরযের তেল গরম করে কালোজিরে ও লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলু,ছোলা দিয়ে একটু ভেজে নিয়ে কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে নুন,হলুদ অল্প চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, জল লাগেনি, এই সময়ে আচ কম রাখতে হয়।

  3. 3

    একটু পরে ঢাকা খুলে আরো ও কিছুক্ষন ভেজে নিতে হবে, আদা বাটা দিয়ে দিতে হবে।বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটু সরযের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।গরম ভাত ও ডালের সঙ্গে খুব ভালো লাগে।

  4. 4

    এবার প্লেটে কুমরো ভাজা দিয়ে ওপরে লঙ্কা সহ পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes