পেপেঁর চাপড় ঘন্ট(peper chapar ghonto recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#দৈনন্দিন রেসিপি
পেঁপের একরকম তরকারি খেতে ভালো লাগে না, তাই স্বাদ বদলেরজন‍্য এটা খুব ভালো ও সহজ রান্না।

পেপেঁর চাপড় ঘন্ট(peper chapar ghonto recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
পেঁপের একরকম তরকারি খেতে ভালো লাগে না, তাই স্বাদ বদলেরজন‍্য এটা খুব ভালো ও সহজ রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. 1 টিমাঝারি পেঁপে
  2. ১কাপমটর ডাল বাটা
  3. ১চা চামচআদা বাটা
  4. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  5. ২টোলঙ্কা
  6. ১চা চামচচিনি
  7. পরিমাণ মতোসর্ষের তেল
  8. ৪চা চামচনারকোল কোরা
  9. ফোঁড়নের জন্য
  10. ১ টা তেজপাতা
  11. ১ চা চামচপাঁচ ফোড়ন
  12. ১ টাশুকনো লঙ্কা
  13. পরিমাণ মতোঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মটর ডাল বাটা,আদা বাটা, নুন ও লঙ্কা কুচি দিয়ে মেখে হাত দিয়ে চেপ্টা করে বড়ার আকারে গড়ে শ্যালো ফ্রাই করে নিতে হবে।চাপড় তৈরি হলো।

  2. 2

    এবার পেঁপে ছাল ছাড়িয়ে গ্ৰেটারে কুড়িয়ে নিতে হবে।অল্প তেল গরম করে পাচ ফোড়ন, তেজপাতা ও লঙ্কা ফোড়ন দিয়ে নারকোল কোরা দিয়ে একটু ভেজে নিয়ে পেঁপে দিয়ে দিতে হবে। এবার নুন, চিনি, আদা বাটা,হলুদ গুড়ো, কাচাঁলঙ্কা চিড়ে দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই।

  3. 3

    যদি শুখনো মনে হয় তবে একটু জল দিতে হবে।এবার পেঁপে সিদ্ধ হয়ে গেলে ঘি আর ভেজে রাখা চাপড় মিশিয়ে ভালো করে নাড়াচাড়া ক‍রে নামিয়ে নিতে হবে।

  4. 4

    গরম ভাতের সঙ্গে দারুন লাগে।প্লেটে সাজিয়ে লঙ্কা সহ পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes