প্যান কেক(Pan cake recipe in Bengali)

Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

#দৈনন্দিন রেসিপি
প্রতিদিনের রান্না তে জল খাবার ও নানান রকম বানাতে হয়।আবার সেটা হেল্দি আর টেস্টি ও হতে হয়।তাই আজ সেসব মাথায় রেখে বানালাম প্যান কেক।

প্যান কেক(Pan cake recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
প্রতিদিনের রান্না তে জল খাবার ও নানান রকম বানাতে হয়।আবার সেটা হেল্দি আর টেস্টি ও হতে হয়।তাই আজ সেসব মাথায় রেখে বানালাম প্যান কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
2জন
  1. 2 কাপসুজি
  2. 2 কাপময়দা
  3. 1 কাপচালের গুরো
  4. 1 চা চামচভাজা গুরো মশলা
  5. 1 টা ডিম
  6. 2টেবিল চামচ গাজর কুচি
  7. 2টেবিল চামচ ক্যপ্সিকাম কুচি
  8. 1 টা পিঁয়াজ কুচি
  9. 2 টি কাঁচালঙ্কা কুচি
  10. 1টেবিল চামচ বিন্স কুচি
  11. পরিমাণ মতলবণ
  12. পরিমাণ মতজল
  13. 4 চা চামচতেল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে সুজি,ময়দা,চাল গুরো,ভাজা মশলা,লবণ,ডিম,সমস্ত সব্জি,সব এক সাথে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে।

  2. 2

    তারপর তাওয়া গরম করে একটু তেল মাখিয়ে নিতে হবে। হাতা করে গোলা নিয়ে তাওয়ার ওপর গোল করে ছড়িয়ে দিতে হবে।

  3. 3

    একদিক ভাজা হয়ে গেলে অন্য দিক টাও ভেজে নিতে হবে।তেলের বদলে ঘি দিয়ে ও ভাজা যায়।দুদিক ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।সস্ দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

Similar Recipes