প্যান কেক (pan cake recipe in Bengali)

Mou Ghosh
Mou Ghosh @Mou9475522453

প্যান কেক (pan cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জনের জন্য
  1. ২০০ গ্রাম ময়দা
  2. ৪ টে ডিম
  3. ২ টো বড় পেঁয়াজ কুচি
  4. ৪টে কাঁচা লঙ্কা
  5. ৩ টেবিল চামচ সাদা তেল
  6. ১ টি ছোট শসা
  7. পরিমাণ মতজল
  8. প্রয়োজন অনুযায়ীটমেটো সস
  9. পরিমাণ মতমেয়োনিজ
  10. পরিমাণ মতচীজ
  11. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটি পাত্রে পেঁয়াজ কুচি,লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ ও ডিম গুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    আর একটি পাত্রে ময়দা,সাদা তেল,লবণ,গোলমরিচ গুঁড়ো ও মাপ মতো জল দিয়ে একটি ঘটো ব্যাট্যার তৈরী করতে হবে। শসা ও পিয়াঁজ কুচি করে রাখতে হবে।

  3. 3

    একটি ফ্র্যাই প্যান নিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে গরম হলে অর্ধেক ব্যাটার দিয়ে ভালো করে ভাজতে হবে।ভালো করে ভাজা হলে একটি পাত্রে তুলে রাখতে হবে ।

  4. 4

    এরপর ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে অর্ধেক ডিমের মিশ্রণ টি দিয়ে হাল্কা ভেজে পাত্রে তুলে রাখা ময়দার রুটি দিয়ে দিতে হবে।ভালো করে ভেজে নিয়ে চিস, শসা ও পিয়াঁজ কুচি, মিয়নিজ ও টমেটো সস দিয়ে হাফ করে ভাঁজ করে নিতে হবে।

  5. 5

    প্যান থেকে নামিয়ে পিস্ পিস্ করে কেটে পরিবেশ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mou Ghosh
Mou Ghosh @Mou9475522453

Similar Recipes