আলুর দম (Aloor Dum Recipe in Bengali)

Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly

#GA4
#Week1

গোল্ডেন অ্যাপ্রন ৪ এর উপাদান থেকে আলু এবং দই বেছে নিয়েছি৷

আলুর দম একটি অত্যন্ত জনপ্রিয় পদ৷ জলখাবারে লুচি বা পরোটার সাথে খুব ভালো জমে৷

আলুর দম (Aloor Dum Recipe in Bengali)

#GA4
#Week1

গোল্ডেন অ্যাপ্রন ৪ এর উপাদান থেকে আলু এবং দই বেছে নিয়েছি৷

আলুর দম একটি অত্যন্ত জনপ্রিয় পদ৷ জলখাবারে লুচি বা পরোটার সাথে খুব ভালো জমে৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জন
  1. ৬ টা আলু মাঝারি মাপের টুকরো করে কাটা
  2. ২ টি টমেটো কুচানো
  3. ১ ইঞ্চি আদা
  4. ৮-১০ টি কাজু বাদাম
  5. ১০০ গ্রাম টক দই
  6. ১ টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো
  7. স্বাদমতোলবণ
  8. স্বাদমতোচিনি
  9. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. পরিমান মততেল
  11. পরিমান মতজল
  12. ফোড়োণের জন্য
  13. ১ টি তেজপাতা
  14. ১ টি শুকনো লঙ্কা
  15. ১ চা চামচ গোটা জিরা
  16. ২ টি এলাচ
  17. ১ টুকরো দারচিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলো ধুয়ে লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে৷

  2. 2

    ওই সময় আদা আর কাজুবাদাম একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিতে হবে৷

  3. 3

    দই ফেটিয়ে ওর মধ্যে আদার মিশ্রণটা দিয়ে আরেকটু ফেটিয়ে নিতে হবে৷

  4. 4

    এবার আলুর জলটা ছেঁকে আলু ভেজে নিতে হবে৷

  5. 5

    কড়াইতে বাকি তেলে ফোড়ণটা দিতে হবে৷

  6. 6

    ফোড়ণটা ভাজা হলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে৷

  7. 7

    এবার ওর মধ্যে আদার মিশ্রণ, লবণ, হলুদ, চিনি দিয়ে মশলা কষাতে হবে৷

  8. 8

    কষানো হলে ওর মধ্যে এবার ভেজে রাখা আলু দিয়ে আরও একটু কষাতে হবে৷

  9. 9

    অল্প একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন৷

  10. 10

    আলু সিদ্ধ হলে ওর ওপরে ভাজা মশলা ছড়িয়ে গ্যাস নিভিয়ে দিন

    তৈরি নিরামিষ আলুর দম৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly
cooking is my passion
আরও পড়ুন

Similar Recipes