লুচি আলুর দম(Luchi Aloor Dum Recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#FF1
নবমি দশমী এর সকালে লুচি আলুর দম ছাড়া পুজো জমে ওঠে না । তাই পুজোর সময় এই লুচি আলুর দম যেন বাঙালির প্রান।

লুচি আলুর দম(Luchi Aloor Dum Recipe in bengali)

#FF1
নবমি দশমী এর সকালে লুচি আলুর দম ছাড়া পুজো জমে ওঠে না । তাই পুজোর সময় এই লুচি আলুর দম যেন বাঙালির প্রান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 500 গ্রাম ছোট আলু
  2. 1 চা চামচজিরে গুঁড়ো
  3. 11/2 চা চামচধনে গুঁড়ো
  4. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 2 টি ছোট টমেটো কুচি
  7. 1/2 চা চামচআদা বাটা
  8. 1 টিগোটা শুকনো লঙ্কা
  9. 1 টুকরো (ছোট) দারচিনি
  10. 1/2 চা চামচগোটা জিরা
  11. 1 চা চামচভাজা মশলা গুঁড়ো
  12. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  13. 1/2 চা চামচচিনি
  14. স্বাদমতোনুন
  15. 2টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে কুকারে আলু গুলো এক সিটি দিয়ে সেদ্ধ করে ছুলে নিতে হবে। একটি বাটিতে হলুদ, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো ও লংকাগুঁড়ো নিয়ে সামান্য জল দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে তাতে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরা, দারচিনি টুকরো দিয়ে তাতে আলু গুলো দিয়ে সামান্য নুন দিয়ে ভেজে তারপর তাতে টমেটো কুচি ও আদা বাটা দিয়ে আরেকটু ভেজে নিতে হবে।

  3. 3

    ভালো করে ভাজা হলে তাতে ভিজিয়ে রাখা মশলা দিয়ে কষিয়ে 1 কাপ মতো জল দিতে হবে। চিনি ও নুন দিয়ে মেশাতে হবে।

  4. 4

    ঝোল ঘন হলে তাতে ভাজা মশলা ও ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে 2 3 মিনিট এর জন্য ঢেকে রাখতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি (9)

Similar Recipes