নিরামিষ আলুর দম (Niramish aloo r dum recipe in bengali)

Srabani Roy
Srabani Roy @cook_28036828


#নিরামিষ
আলুর দম একটি অতি জনপ্রিয় পদ যা সমান ভাবে রুটি,লুচি,পরোটা কিম্বা পোলাও এর সঙ্গে খাওয়া যায়।আমার বাড়ির প্রত্যেকের এটি খুবই প্রিয় পদ।আমি সাধারণত আমিষ নিরামিষ দু ধরনের আলুর দম ই বানিয়ে থাকি ।তবে আজ আমি বানিয়েছি নিরামিষ আলুর দম।আজ আমি সার্ভ করব বাঙালির আদি ও অকৃতিম প্রেম লুচির সঙ্গে

নিরামিষ আলুর দম (Niramish aloo r dum recipe in bengali)


#নিরামিষ
আলুর দম একটি অতি জনপ্রিয় পদ যা সমান ভাবে রুটি,লুচি,পরোটা কিম্বা পোলাও এর সঙ্গে খাওয়া যায়।আমার বাড়ির প্রত্যেকের এটি খুবই প্রিয় পদ।আমি সাধারণত আমিষ নিরামিষ দু ধরনের আলুর দম ই বানিয়ে থাকি ।তবে আজ আমি বানিয়েছি নিরামিষ আলুর দম।আজ আমি সার্ভ করব বাঙালির আদি ও অকৃতিম প্রেম লুচির সঙ্গে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-40 মিনিট
3-4 জনের জন্য
  1. 500 গ্রাম আলু
  2. 2 টো(মাঝারি) টমেটো
  3. 2 ইঞ্চিআদা
  4. 6 টা কাঁচালঙ্কা
  5. 1 টবিল চামচ ধনে গুঁড়ো
  6. 1 টেবিল চামচ জিরে গুঁড়ো
  7. 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. 1 টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. 2 টেবিল চামচ টক দই (ফেটানো)
  10. 1 টেবিল চামচ ভাজা মশলা গুড়ো (1 চামচ গোটা ধনে,1 চামচ গোটা জিরে, 4-5 টা মেথি দানা শুকনো ভেজে গুড়িয়ে নিতে হবে)
  11. 2 মুঠো কড়াইশুঁটি
  12. স্বাদ মত লবণ আর চিনি
  13. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
  14. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা
  15. 1 +2+2+1টা ফোঁড়নের জন্য- দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা,2টি শুকনো লঙ্কা।
  16. 2 টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

30-40 মিনিট
  1. 1

    আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে।এরপর একটি পেস্ট বানিয়ে নিতে হবে টমেটো,কাঁচা লঙ্কা ও আদার।

  2. 2

    একটি কড়াই তে সর্ষের তেল গরম করে তাতে অল্প ঘী মিশিয়ে তাতে ফোড়ন এর উপকরণ(শুকনো লঙ্কা,দারচিনি,ছোট এলাচ, লবঙ্গ,তেজপাতা)দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তার থেকে সুগন্ধ বেরয়।

  3. 3

    তারপর এতে বেটে রাখা টমেটো,আদা ও কাঁচা লঙ্কার মিশ্রণ টা দিয়ে ভাল করে কষতে হবে। এতে দিতে হবে কড়াইশুটি গুলো।

  4. 4

    এর পর একে একে দিতে হবে জিরে গুড়ো,ধনে গুড়ো,হলুদ গুড়ো, কাশ্মীরি লঙ্কার গুড়ো ও অল্প গরম জল।এর পর সব মিশিয়ে নিয়ে খুব ভাল করে কষাতে হবে।দিতে হবে প্রয়োজন মত লবণ ও অল্প মিষ্টি। ভাল করে কষে এতে দিতে হবে টক দই। ভাল করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে যখন তেল বেরোবে তখন দিতে হবে অল্প গরম জল।এর পর ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলু আর কড়াইশুটি ভাল ভাবে সেদ্ধ হয়ে যায়।জল শুকিয়ে গেলে এতে দিতে হবে ভাজা মশলা ও ঘী।তারপর সব শেষে ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।

  5. 5

    তৈরি হয়ে গেল গরম গরম নিরামিষ আলুর দম।পরিবেশন করতে হবে পছন্দের লুচি,রুটি,পরোটা বা পোলাও এর সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srabani Roy
Srabani Roy @cook_28036828

Similar Recipes