মোগলাই পরোটা(Mughlai parota recipe in bengali)

Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

#GA4
#week1
কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড আজ ফার্স্ট টাইম আমি নিজের হাতে বানালাম।
বেশ হয়েছিল কিন্তু!

মোগলাই পরোটা(Mughlai parota recipe in bengali)

#GA4
#week1
কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড আজ ফার্স্ট টাইম আমি নিজের হাতে বানালাম।
বেশ হয়েছিল কিন্তু!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. পুরের জন্য
  2. ৩ টেবিল চামচ তেল
  3. ১টি মাঝারি পেঁয়াজ বাটা
  4. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ৩ টি কাঁচা লঙ্কা বাটা
  6. ১/৪ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১/২ কাপ বিস্কুট গুঁড়ো
  12. ৩ টেবিল চামচ বাদাম
  13. স্বাদমতোনুন
  14. পরোটার জন্য
  15. ১-১/২ কাপ ময়দা
  16. ২ টেবিল চামচ সাদা তেল
  17. স্বাদমতোনুন
  18. পরিমান মতো জল
  19. ২ টি ডিম
  20. ২ টেবিল চামচ কুচানো পেঁয়াজ
  21. ২ টি লঙ্কা কুচি
  22. ২ টেবিল চামচ ধনে পাতা কুচি
  23. পর্যাপ্ত পরিমাণভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে পুরের জন্য তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তাতে সব গুঁড়ো মশলা দিয়ে অল্প জল ছিটিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর তাতে গুঁড়ো করে রাখা বিস্কুট দিয়ে কম আঁচে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঝুর ঝুর হলে বাদাম কুচি ছড়িয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  3. 3

    ময়দাতে নুন,তেল আর পরিমান মতো জল দিয়ে মেখে ১৫ মিনিট এর জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে।১৫ মিনিট পর ওই ডো থেকে লেচি কেটে নিতে হবে।

  4. 4

    একটি বাটিতে অল্প পরিমান আগে থেকে তৈরী করে রাখা পুর নিয়ে তারসাথে একটি ডিম ফাটিয়ে,অল্প নুন,অল্প পেঁয়াজ কুচি,অল্প ধনে পাতা কুচি,অল্প লঙ্কা কুচি আর অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  5. 5

    একটি করে লেচি নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে তার ডান দিক বামদিক অল্প করে মুড়ে নিয়ে (ছবির মতো) মাঝখানে ডিমের গোলাটা দিয়ে উপর আর নিচ ভালো করে মুড়ে নিতে হবে।

  6. 6

    কড়াইতে তেল গরম করে মুড়ে রাখা পরোটা তেলে ছেড়ে মাঝারি আঁচে ২ পিঠ ভালো করে সোনালী করে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    তারপর ২ টুকরো বা ৪ টুকরো করে ঝাল ঝাল আলুর তরকারি,সালাদ আর সস এর সাথে গরম গরম মোগলাই পরোটা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

মন্তব্যগুলি (7)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
ভীষণ পছন্দের আইটেম।
বেশ ভালো হয়েছে।আমিও কিছু নতুন ট্রাই করেছি পারলে কমেন্ট করবেন। ভালো লাগলে অনুসরণ দেবেন।🌺

Similar Recipes