অমলেট নুডলস(Omlet Nooddles recipe in bengali)

Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

#GA4
#week2
খুব সু স্বাদু একটা রেসিপি।বাচ্চা বড়ো সবার ভালো লাগবে।একঘেয়ে ওমলেট বা নুডলসের থেকে একটু অন্যরকম স্বাদ পাবে।পেট ও অনেক ক্ষণ ভরা থাকবে।আমার তো দারুন লাগে।যারা কোনোদিন বানাওনি তারা একবার বানিয়ে ফেলো।খুব ভালো লাগবে।
সবাই সাবধানে থাকবেন।

অমলেট নুডলস(Omlet Nooddles recipe in bengali)

#GA4
#week2
খুব সু স্বাদু একটা রেসিপি।বাচ্চা বড়ো সবার ভালো লাগবে।একঘেয়ে ওমলেট বা নুডলসের থেকে একটু অন্যরকম স্বাদ পাবে।পেট ও অনেক ক্ষণ ভরা থাকবে।আমার তো দারুন লাগে।যারা কোনোদিন বানাওনি তারা একবার বানিয়ে ফেলো।খুব ভালো লাগবে।
সবাই সাবধানে থাকবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 টোডিম
  2. 2 প্যাকেটনুডলস
  3. 1টেবিল চামচ বাটার / মাখন
  4. 2 টোপেঁয়াজ কুচি
  5. 1/2ক্যপ্সিকাম কুচি
  6. 1 টাটমেটো কুচি
  7. স্বাদ মতোলবণ
  8. 1 চামচমিক্স হার্বস
  9. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. প্রয়োজন অনুযায়ীস্লাইস চীজ (ইচ্ছামত)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে নুডলস সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।অন্য একটা পাত্রে ডিম ফেটিয়ে লবণ,গোলমরিচ,নুডলস মসলা আর টমেটো কুচি,ক্যপ্সিকাম কুচি সব দিতে হবে।

  2. 2

    এবার ডিমের গোলার মধ্যে নুডলস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।প্যানে বাটার গরম করে নিতে হবে।

  3. 3

    তারমধ্যে নুডলসের মিশ্রণ টা দিয়ে 2 মিনিট ভাজতে হবে ।তারপর খুব সাবধানে উল্টে দিয়ে অপর পিঠ ভাজ্তে হবে 2মিনিটের মতো মাঝারি আঁচে ঢাকা দিয়ে।

  4. 4

    ভাজা হয়ে এলে ওপরে একটু চীজ আর মিক্স হার্বস দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চীজ গলে যায়।ব্যাস তাহলেই রেডি অমলেট নুডলস।গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

Similar Recipes