চীজ স্প্যানিশ অমলেট (cheese spanish omelette recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#Heart
Heart শেপে চীজ আলু পেঁয়াজ দিয়ে আমি এই ওমলেট বানিয়েছি।
বাড়ির সবার খুবই ভালো লেগেছে।

চীজ স্প্যানিশ অমলেট (cheese spanish omelette recipe in Bengali)

#Heart
Heart শেপে চীজ আলু পেঁয়াজ দিয়ে আমি এই ওমলেট বানিয়েছি।
বাড়ির সবার খুবই ভালো লেগেছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ৪টে ডিম
  2. ২টো আলু
  3. ২টো মাঝারি পেঁয়াজ
  4. ৬টা কাঁচা লঙ্কা
  5. ৪ চা চামচ ধনেপাতা কুচি
  6. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ২টো চীজ এর কিউব
  8. স্বাদমতলবণ
  9. পরিমান মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আলু একটু পাতলা করে কেটে সামান্য লবণ দিয়ে সাদা তেলে ৫ মিনিট ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    ওই তেলেই পিয়াজ ছোট টুকরো করে কেটে ৩ মিনিট ভেজে উঠিয়ে রাখতে হবে

  3. 3

    এবার ডিম গুলো ভালো করে ফেটিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু,পিয়াজ,কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি,গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটা ফ্রাইং প্যানে দিল (❤️)সেপের একটা মোল বসিয়ে কিছুটা সাদা তেল দিতে হবে।

  5. 5

    তেল গরম হলে ওর মধ্যে গুলে রাখা ডিমের কিছুটা গোলা দিয়ে গ্রেড করা চীজ দিতে হবে।

  6. 6

    চীজ দেওয়ার পরে ডিমের বাকি গোলা দিয়ে১০ - ১২মিনিট সিমে আচে রাখতে হবে

  7. 7

    নিচের দিকে তেল ছেড়ে এলে বুঝতে হবে নিচের অংশটা হয়ে গেছে।
    তখন মোলটা খুব সাবধানে তুলে প্যানটা একটা থালার উপর উল্টে দিতে হবে_যাতে ওমলেট টা ভেঙে না যায়

  8. 8

    এবার উপরের যে অংশটা কাঁচা ছিল সেটা ফ্রাইং প্যানে দিয়ে ১০-১২ মিনিট সিমে আচে রাখতে হবে।

  9. 9

    এরপর অমলেট টা পুরোপুরি হয়ে গেলে একটা সার্ভিং প্লেটে রেখে উপর দিয়ে যেতে গ্রেটেড চিজ ও গ্রেটেড ওমলেট ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।

  10. 10

    এরপর পিস করে কেটে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes