পাপড় ভাজা আর ডালিয়ার সবজি খিচুড়ি(papad vaja ar daliyar sabji khichuri recipe in bengali)

Rubi Paul
Rubi Paul @cook_21130802

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী
আমার বাড়িতে একদশী বা উপোসের পর ডালিয়ার সবজি খিচুড়ি আর পাঁপড় ভাজা করে থাকি।

পাপড় ভাজা আর ডালিয়ার সবজি খিচুড়ি(papad vaja ar daliyar sabji khichuri recipe in bengali)

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী
আমার বাড়িতে একদশী বা উপোসের পর ডালিয়ার সবজি খিচুড়ি আর পাঁপড় ভাজা করে থাকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1.5 কাপডালিয়া
  2. 1 কাপমুগডাল
  3. 3 টেপাঁপড়
  4. 2 টোপটল
  5. 1 টাঝিঙ্গে
  6. 1 টাআলু
  7. 1 ফালিকুমড়ো
  8. 2 টোমূলো
  9. 1 টাটমেটো
  10. 1টেবিল চামচ আদা বাটা
  11. 1 টাতেজপাতা
  12. 1চা চামচ গোটা জিরে গুঁড়ো
  13. 1 টাশুকনো লঙ্কা
  14. 2 টোকাঁচালঙ্কা বাটা
  15. 1চা চামচ জিরা গুঁড়ো
  16. 1 চা চামচধনে গুঁড়ো
  17. 2 চা চামচগরম মসলা গুঁড়ো
  18. স্বাদ মতনুন চিনি
  19. 1টেবিল চামচ ঘি
  20. প্রয়োজন মতোসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    দেড় কাপ দলিয়া এবং এক কাপ মুগডাল নেবো, মুগডাল শুকনো তাওয়াতে ভেজে নেব, এবার দলিয়া ও মুগডাল একসাথে ধুয়ে প্রেশারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব,

  2. 2

    সব সবজি টুকরো করে কেটে নেবো,

  3. 3

    কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা সবজি গুলো দিয়ে দেবো, সবজিগুলো ভাজা হলে তাতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, জিরেগুঁড়ো ধনেগুঁড়ো দিয়ে ভালভাবে কষিয়ে নেব,

  4. 4

    এবার সেদ্ধ করে রাখা দলিয়া, মুগ ডাল ও প্রয়োজন মতো জল দিয়ে দেব, ফুটে উঠলে স্বাদমতো নুন মিষ্টি দিয়ে দেব, সব কিছু সিদ্ধ হয়ে গেলে ঘি ও গরম মসলা দিয়ে নামিয়ে দেবো।

  5. 5

    তৈরি হয়ে গেলো ডালিয়ার নিরামিষ সবজি খিচুড়ি,

  6. 6

    কড়াইয়ে তেল গরম করে পাপড় গুলো ভেজে নেবে,

  7. 7

    তৈরি হয়ে গেল ডালিয়ার নিরামিষ খিচুড়ি আর সাথে পাঁপড় ভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rubi Paul
Rubi Paul @cook_21130802

Similar Recipes