রাজমা চাওল (Rajma Chawal recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

ভাত এবং রাজমা আলাদা ভাবে তৈরি করতে হবে।রাজমাতে প্রচুর পরিমাণে ভিটামিন-কে, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফাইবার , প্রোটিন , আয়রন রয়েছে।তাতে ক্যান্সার, মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের সমস্যা,সুগার- এরকম নানা রোগের উপশম হয়।

রাজমা চাওল (Rajma Chawal recipe in Bengali)

ভাত এবং রাজমা আলাদা ভাবে তৈরি করতে হবে।রাজমাতে প্রচুর পরিমাণে ভিটামিন-কে, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফাইবার , প্রোটিন , আয়রন রয়েছে।তাতে ক্যান্সার, মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের সমস্যা,সুগার- এরকম নানা রোগের উপশম হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জনের জন্য
  1. ১০০ গ্রাম রাজমা সিদ্ধ করা
  2. ১.৫খানা পেঁয়াজ বাটা
  3. ১.৫খানা পেঁয়াজ কুচি
  4. ১/২ ইঞ্চিআদা গ্রেট করা ও লম্বা করে কাটা
  5. ১৫ টা রসুন কুচি ও থেঁতো করা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদমতোনুন
  8. ২ চা চামচ চিনি
  9. ৩ টে কাঁচালঙ্কা চেড়া
  10. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো
  13. ২ টো শুকনো লঙ্কা
  14. ৪ টে ছোট তেজপাতা
  15. ১/২ চা চামচ গোটা জিরে
  16. ২ টো বড়ো টম্যাটো পেস্ট
  17. ১ চা চামচ মাখন
  18. ২ চা তেল
  19. ১ কৌটো চাল ধোয়া

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম হলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোরণ দিতে হবে।

  2. 2

    এবার রসুন থেঁতো টা ভেজে,রসুন কুচি গুলো লাল করে ভেজে নিয়ে,পেঁয়াজ কুচি আর কাঁচালঙ্কা দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার পেঁয়াজ বাটা, টম্যাটো পেস্ট,গ্রেট করা আদা, আর কিছুটা আদা কুচি দিয়ে ২ মিনিট কষাতে হবে।

  4. 4

    এরপর এক এক করে হলুদ,নুন, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে একটু একটু জল দিয়ে ২ মিনিট কষিয়ে রাজমা গুলো মিশিয়ে হাফ কাপ জল দিয়ে ২ মিনিট কষিয়ে নিতে হবে।

  5. 5

    ২ মিনিট বাদে নামিয়ে ওপর থেকে আদা কুচি ছড়িয়ে ও মাখন দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

  6. 6

    একটি পাত্রে চাল আর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে, চাল সিদ্ধ হলে নামিয়ে ফ্যান গেলে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes