মটন বিরিয়ানী (Mutton biriyani recipe in bengali)

Priyanka Ghosh
Priyanka Ghosh @cook_24749163

মটন বিরিয়ানী (Mutton biriyani recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1hour
4 সারভিংস
  1. 500 গ্রামবিরিয়ানির চাল
  2. 500 গ্রামখাসির মাংস
  3. 2 টিপেয়াজের বেরেস্তা
  4. ২টি পেঁয়াজ বাটা
  5. 2টেবিল চামচ আদা বাটা
  6. 2টেবিল চামচ রসুন বাটা
  7. 2টেবিল চামচ টমেটো বাটা
  8. স্বাদমতোলঙ্কা বাটা
  9. 2 টিবড় করে টুকরো করে সেদ্ধ করা আলু
  10. 2 টোসেদ্ধ করা ডিম
  11. 200 গ্রামটক দই
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. স্বাদ মতো নুন ও লঙ্কাগুঁড়ো
  14. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. 2 চা চামচবিরিয়ানী মশলা
  16. স্বাদমতোনুন
  17. প্রয়োজন অনুযায়ী ঘি

রান্নার নির্দেশ সমূহ

1hour
  1. 1

    প্রথমে বিরিয়ানির চাল একটা পাত্রে জল দিয়ে কমপক্ষে আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে তারপর একটা হাড়িতে জল নিয়ে তাতে স্বাদমতো নুন, গোটা গরম মসলা, তেজপাতা, সাদা তেল দিয়ে জল ফুটতে দিয়ে জল ফুটে গেলে এর মধ্যে চাল তুলে একটা গোটা পাতিলেবুর রস দিতে হবে । তারপর ফুটতে শুরু করলে 5 থেকে 7 মিনিট ফোটার পর ভাতের জল ঝরিয়ে নিয়ে (ভাতটা একটু শক্ত) যাতে চাল ভেঙে না যায় ছেকে নিতে হবে তারপর একটা ভিজে কাপড় পেতে তার মধ্যে ভাত টা মেলে দিতে হবে

  2. 2

    মাংসে দুটো পেঁয়াজবাটা, দু চামচ রসুন বাটা; চার চামচআদাবাটা,টকদই,স্বাদমত নুন,লঙ্কা গুঁড়ো, বিরিয়ানী মসলা গরম মশলা গুঁড়ো(ছোট এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী কাবাবচিনি স্টার অ্যানিস,গোলমরিচ) জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো, সাদাতেল,ঘি,ধনে পাতা ও পুদিনা পাতা দিয়ে ম্যারিনেট করে রাখে কষে নিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে ২টি পেঁয়াজ বেরেস্তা করে ভেজে তুলে নিতে হবে

  4. 4

    হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে তারপরে ভেজে রাখা আলু তার উপরে ভাতের লেয়ার দিতে হবে মাংস ও ডিম আবার ভাত দিয়ে এভাবে লেয়ার বানিয়ে নিতে হবে

  5. 5

    এবার মিঠা আতর গোলাপ জল দুধে ভেজানো জাফরান বিরিয়ানী মসলা খোয়া ক্ষীর দিয়ে ঢাকা দিয়ে দিতে 

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Ghosh
Priyanka Ghosh @cook_24749163

Similar Recipes