মোমোর চাটনি (Momor chutney recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#GA4
#Week7
আমি ধাঁধাঁ থেকে টমেটো বেছে নিয়েছি আর বানিয়েছি মোমোর চাটনি.. খেতে খুবই সুস্বাদু হয় এটা মোমোর সাথে দারুন লাগে ।

মোমোর চাটনি (Momor chutney recipe in bengali)

#GA4
#Week7
আমি ধাঁধাঁ থেকে টমেটো বেছে নিয়েছি আর বানিয়েছি মোমোর চাটনি.. খেতে খুবই সুস্বাদু হয় এটা মোমোর সাথে দারুন লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
2 জনের জন্য
  1. 3 টেটমেটো
  2. 9 টাগোটা শুকনো লঙ্কা
  3. 1/2"আদা
  4. প্রয়োজন মত সাদা তেল
  5. 10-12 টারসুনের কোয়া
  6. স্বাদ মতনুন
  7. 1/2 চা চামচচিনি
  8. 1টেবিল চামচ ভিনিগার /লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    প্রথমে টমেটো গুলি দু টুকরো করে কেটে ধুয়ে শুকনো লঙ্কা ও একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    রসুন ও আদা কুচি করে কেটে নিতে হবে।

  3. 3

    টমেটো গুলি ঠান্ডা হলে পেস্ট করে নিতে হবে।

  4. 4

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে আদা ও রসুন কুচি দিয়ে ভাজতে হবে। হালকা ব্রাউন কালার হলে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে। তারপর নুন ও চিনি দিয়ে মিডিয়াম আচে নেড়ে যেতে হবে লাগাতার।

  5. 5

    নাড়তে নাড়তে শুকিয়ে ঘন হয়ে আসলে ভিনিগার বা লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Similar Recipes