টমেটোর চাটনি(tomato chutney recipe in Bengali)

Debi Deb
Debi Deb @cook_25552467

#রোজকারসব্জী
#টমেটো
#week2
খুব অল্প উপকরণ দিয়ে তৈরী এই চাটনি খেতে খুবই সুস্বাদু হয়।

টমেটোর চাটনি(tomato chutney recipe in Bengali)

#রোজকারসব্জী
#টমেটো
#week2
খুব অল্প উপকরণ দিয়ে তৈরী এই চাটনি খেতে খুবই সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4জন
  1. 5-6 টাটমেটো
  2. 1.5চা চামচপাঁচফোড়ন
  3. 2/4 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1/2 কাপচিনি
  5. 2 টোশুকনো লঙ্কা
  6. 2 টোতেজপাতা
  7. 2টেবিল চামচতেল
  8. 1/2 চা চামচনুন

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে টমেটো গুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ও একটা শুক্না খোলায় হাফ চা চামচ পাঁচ ফোরণ হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    একটা কড়াইয়ে 2টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দুইটা শুক্না লঙ্কা,দুইটা তেজপাতা দিয়ে একটু লাল হলে।এরমধ্যে এক চা চামচ পাঁচ ফোরণ ফোরণ দিয়ে টমেটো টা দিয়ে দিতে হবে।

  3. 3

    3-4 মিনিট টমেটো টা কে ভেজে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ নুন ও 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়া দিয়ে 5-6মিনিট রান্না করতে হবে ।

  4. 4

    এরপর এরমধ্যে 1/2কাপ চিনি দিয়ে নাড়া দিয়ে ঢাকা দিয়ে আরো কিছু সময় রান্না করতে হবে ।ভাজা পাঁচ ফোরণের গুঁড়ো মিশিয়ে দিলেই তৈরী টমেটোর চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debi Deb
Debi Deb @cook_25552467

মন্তব্যগুলি

Similar Recipes