পান মোদক(pan modak recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

ভগবান গনেশ ঠাকুরের প্রিয় হল পান মোদক।এটি আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন।দেখবেন খেতে খুব ভালো লাগবে।

পান মোদক(pan modak recipe in bengali)

ভগবান গনেশ ঠাকুরের প্রিয় হল পান মোদক।এটি আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন।দেখবেন খেতে খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২জন
  1. ১কাপ সুজি
  2. ১/২ কাপ ঘি
  3. ১/২কাপ চিনি
  4. ১কাপগুঁড়ো দুধ
  5. ১প‍্যাকেট চকলেট
  6. ৪টি পান

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ১মে কড়াই বসাবেন।কড়াই গরম হলে অল্প জল দিবেন।তার মধ্যে চকলেট দিয়ে চকলেট টাকে গলিয়ে নিবেন।এরপর আলাদা বাটিতে গলানো চকলেটটা রাখবেন।এরপর কড়াইতে অল্প জল দিবেন।জলটা ফুটলে গুড়ো দুধটা দিয়ে ঘনো করে নিবেন।এরপর চকলেটের গোলাটা দিয়ে দিবেন ।তারপর ঠান্ডা হলে গোল গোল করে চকলেটের বল বানিয়ে নিবেন।

  2. 2

    এরপর পানগুলোকে কুচি কুচি করে কেটে নিবেন।এরপর মিক্সিতে পান ও দুধ দিয়ে ১টি পেষ্ট বানিয়ে নিবেন।এরপর কড়াইতে ঘি দিবেন।ঘি গরম হলে সুজি দিবেন।সুজিটা হালকা করে ভেজে নিবেন।তারপর এর মধ্যে চিনি দিবেন

  3. 3

    এরপর সুজির মধ্যে পানের পেষ্টটা দিয়ে নাড়াচাড়া করবেন।সুজিটা যখন আঠালো হয়ে আসবে গ‍্যাস অফ করে ১টি বাটিতে নামিয়ে নিবেন।সুজিটা যখন ঠান্ডা হবে তখন গোল গোল করে লুচির মতো বেলে নিবেন। লুচির মধ্যে চকলেটের বলটা দিয়ে চারদিকের কিনারা গুলো মুড়তে মুড়তে ভাজ করে সব কটা লম্বা সেপ করে আটকিয়ে নিবেন।এরপর লম্বা করে মোদকের সেপ দিয়ে কাটা চামচের সাহায্যে দাগ কেটে নিবেন।তৈরি হয়ে গেল পান মোদক।এরপর ১টি কাসার থালায় পান মোদক গুলি আপনার পছন্দ মতো ফুল দিয়ে সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

Top Search in

Similar Recipes