ক্যারামেল পুডিং(caramel pudding recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#পূজা2020
week_2
#ebook_2
মিষ্টি খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি । এই পুডিং টা খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করা যায় ।তাই বানিয়ে সবাই কে খায়িয়ে তাক লাগানো যেতে পারে ।

ক্যারামেল পুডিং(caramel pudding recipe in Bengali)

#পূজা2020
week_2
#ebook_2
মিষ্টি খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি । এই পুডিং টা খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করা যায় ।তাই বানিয়ে সবাই কে খায়িয়ে তাক লাগানো যেতে পারে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2 কাপগুঁড়ো দুধ
  2. 1 কাপজল
  3. 3 টেডিম
  4. 8টেবিল চামচ চিনি (মিষ্টি টা নিজের ইচ্ছে মতো)
  5. 1/2 চা চামচভ্যানিলা এসেন্স
  6. ক্যারামেল এর জন্য
  7. 3টেবিল চামচ চিনি
  8. 1টেবিল চামচ জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম এ আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ চিনি দিয়ে এক টেবিল চামচ জল দিয়ে ক্যারামেল টা বানিয়ে নিয়েছি ।নিয়ে যে বাটিতে পুডিং টা বানাবো তার মধ্যে ক্যারামেল টা ঢেলে দিয়ে সেট করে নিতে হবে ।

  2. 2

    একটা বাটির মধ্যে 1কাপ জল নিয়ে হালকা গরম করে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ টা গুলে নিয়েছি ।

  3. 3

    তার পর একটা বাটির মধ্যে ডিম গুলো ভেঙে নিতে হবে ।নিয়ে ওর মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।চিনি গলে যাওয়া অবধি মিশাতে হবে ।তবে যেন ফ্যানা না হয় ।

  4. 4

    তার পর ডিমের মিশ্রণ টা দুধের মধ্যে ঢেলে দিতে হবে ।দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে । নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ক্যারামেল এর বাটির মধ্যে মিশ্রণ টা আস্তে আস্তে ঢেলে দিতে হবে ।

  5. 5

    গ্যাস এ একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে । কড়াইয়ের মধ্যে একটা ছোট তোয়ালে রুমাল ভাঁজ করে দিয়ে দিতে হবে ।

  6. 6

    তার পর জল ফুটে উঠলে তার মধ্যে পুডিং এর বাটি টা বসিয়ে দিতে হবে ।ঢাকা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে হতে দিতে হবে ।

  7. 7

    30মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে।বাটিটা সাবধানে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে বাটিটা ফ্রিজে 1থেকে 2 ঘন্টা মতো রেখে দিতে হবে ।

  8. 8

    তার পর বাটির চার পাসে একটা ছুরি দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে উল্টে নিতে হবে । তার পর ইচ্ছে মতো কেটে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes