হিং এর কচুরি আলুর দম (Hing er kochuri aloor dum recipe in bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

#ebook2
#পূজা2020
দুর্গা পূজোর ষষ্ঠী তে আমার বাড়ির লাঞ্চে হিং এর কচুরি আলুর দম মাষ্ট তাই পূজোর স্পেশ্যালে এই রেলশিপি টা শেয়ার করলাম

হিং এর কচুরি আলুর দম (Hing er kochuri aloor dum recipe in bengali)

#ebook2
#পূজা2020
দুর্গা পূজোর ষষ্ঠী তে আমার বাড়ির লাঞ্চে হিং এর কচুরি আলুর দম মাষ্ট তাই পূজোর স্পেশ্যালে এই রেলশিপি টা শেয়ার করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫
  1. ৩কাপকচুরির জন্য ময়দা
  2. ১ কাপ ছাতু
  3. ১/২চা চামচ আদাবাটা
  4. ১/২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  5. ১/২চা চামচ ভাজামসলা (ধনে, জিরে, শুক্ষ্মলঙ্কা শুখনো খোলায় ভেজে গুঁড়ো)
  6. ১/২চা চামচ চিনি
  7. ২ চা চামচ সাদা তেল
  8. ১/২চা চামচ লবণ
  9. ১ চা চামচ হিং
  10. পরিমাণ মতোভাজার জন্য সাদাতেল
  11. ৫০০ গ্রামআলুর দমের জন্য :-- আলু বড় টুকরো করে কাটা
  12. ১ চা চামচ আদা বাটা
  13. ১ কাপ টমেটো বাটা
  14. ১চা চামচ কাঁচালঙ্কা বাটা
  15. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  17. ২চা চামচসর্ষের তেল
  18. পরিমানমত ধোনেপাতা কুচি
  19. ১/২ চা চামচ কসুরি মেথি
  20. ১/২চা চামচ চিনি
  21. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  22. ১চা চামচ ঘি
  23. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

৪৫
  1. 1

    ময়দা সাদা দুই চামচ সাদাতেল হাফ চামচ চিনি আর পরিমানমত লবণ দিয়ে মেখে আদঘন্টা রেখেদিন।

  2. 2

    এবার কচুরির পুর তিরি করুন একটা বাটিতে ছাতু, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, ভাজামহলা, হিং, পরিমানমত লবণ আর হাপচামচ সাদা তেল দিয়ে অলপো অলপো জল দিয়ি সক্ত করে মেখে নিন।

  3. 3

    এবার ময়দা থেকে লেচি কেটে ছাতুর পুর ভরে মুখ ভালো ভাবে মুরে লুচির আকারে বেলে ভেজে নিলেই তিরি হিংয়ের কচুরি।

  4. 4

    আলুর দমেরজন্য আলু সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন

  5. 5

    করাইয়ে দুই চামচ তেল আর ঘী দিয়ে সিদ্ধ আলু ভেজে তুলে রাখুন।

  6. 6

    এবার ঐ তেলে হিং ফোঁড়ন দিন টমেটো বাটা আদা বাটা দিয়ে একটু কশিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো চিনি পরিমানমত লবণ দিয়ে কশিয়ে আলু টা দিয়ে একটু কশিয়ে পরি মান মত জল দিয়ে দিন।

  7. 7

    জল ফুটে গামাখা হয়ে আসলে নামানোর আগে কাসুরি মেথি আর গরমসলা ধনেপাতা কুচি ছরিয়ে নামিয়ে নিলেই তৈরি আলুর দম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Top Search in

Similar Recipes