কালারফুল জেলো সাগো পুডিং (colourful jello sago pudding recipe in Bengali)

Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719

#মিষ্টি
ছোট-বড়ো আমরা সকলেই মিষ্টি ভীষণ পছন্দ করি, তবে এই পুডিং টি দেখতে যেমন কালারফুল, খেতেও ভীষণ সুস্বাধু এবং মজাদার|

কালারফুল জেলো সাগো পুডিং (colourful jello sago pudding recipe in Bengali)

#মিষ্টি
ছোট-বড়ো আমরা সকলেই মিষ্টি ভীষণ পছন্দ করি, তবে এই পুডিং টি দেখতে যেমন কালারফুল, খেতেও ভীষণ সুস্বাধু এবং মজাদার|

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্ট 30 ঘন্টা
5 জন
  1. 1 কাপবড়ো দানা সাবু
  2. 1/2 লিটারদুধ
  3. 100 গ্রামচিনি(মিষ্টির পরিমান টা কম-বেশি দিতে পারেন)
  4. 1প্যাকেট স্ট্রবেরি জেলি
  5. পরিমাণ মতো দু রকম ফুড-কালার(পছন্দের রং অনুযায়ী,তবে ফুড-কালার ইচ্ছে নাহলে নাও দিতে পারেন)
  6. 25 গ্রামগুঁড়ো দুধ
  7. 1 চা চামচআগার-আগার
  8. 1 চা চামচভ্যানিলা-এসেন্স
  9. পরিমাণ মতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্ট 30 ঘন্টা
  1. 1

    প্রথমে 45 মিনিট আগে জেলি টা গরম জলে গুলে, ফ্রীজে জমতে দিতে হবে|

  2. 2

    এবার সাবু দানা টা ভালো করে সেদ্ধ করে, ছাঁকনি তে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে একটার সাথে আর একটা জড়িয়ে না যায়|

  3. 3

    এর পর লিকুইড-দুধ, চিনি আর গুঁড়ো-দুধ টা মিশিয়ে, ভালো করে জাল দিয়ে দুধটা ঘন করে নিয়ে, নামানোর 2 মিনিট আগে আগার-আগার দিয়ে

  4. 4

    2 মিনিট জাল দিয়ে নামিয়ে নিতে হবে| এর পর দুধ টা পুরো ঠান্ডা করে নিতে হবে|

  5. 5

    দুধ টা ঠান্ডা হয়ে গেলে সাবু দানা, ভ্যানিলা-এসেন্স আর সামান্য লবণ মিশিয়ে নিতে হবে| এরপর জেলি টা পিস করে কেটে নিতে হবে|

  6. 6

    এরপর একটি পাত্রে দুধ আর সাবুর মিশ্রণ টার একটা পাতলা লেয়ার দিতে হবে, এর ওপরে জেলি গুলো দিয়ে দিতে হবে| জেলির মাঝেমাঝে এক ফোঁটা করে ফুড কালার দিয়ে দিতে হবে| এরপর দুধ আর সাবুর মিশ্রণটির আরেকটি লেয়ার দিতে হবে এবং জেলি ও ফুড কালার টাও দিতে হবে|এর পর বাকি দুধ-সাবুর মিশ্রণটি দিয়ে দিতে হবে|

  7. 7

    এবার 1 ঘন্টা পুডিং টা সেট হওয়ার জন্য ফ্রীজে দিতে হবে|

  8. 8

    1 ঘন্টা পর পুডিং টা ডিমৌল্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন|

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719
Follow me on Instagram @swaaad_a_kolkata
আরও পড়ুন

Similar Recipes