তন্দুরি চিকেন চাট(Tandoori chicken chaat recie in Bengali)

Samhita Gupta
Samhita Gupta @cook_15453458

তন্দুরি চিকেন চাট(Tandoori chicken chaat recie in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 5 টিবোনলেস চিকেন
  2. 1টেবিল চামচ আদা-রসুনবাটা
  3. 1 চা চামচচাট মসলা
  4. 1.5টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
  5. 1টেবিল চামচ সর্ষের তেল
  6. 1 চা চামচধনেগুঁড়ো
  7. 1 চা চামচজিরে ও শুকনোলঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো
  8. 1 চা চামচগরমমসলা গুঁড়ো
  9. 1/3টেবিল চামচ কসুরি মেথি
  10. পরিমাণমতো সাদাতেল
  11. স্বাদ মতনুন ও চিনি
  12. প্রয়োজন অনুযায়ীরোস্টেড বেসন
  13. 1 কাপময়দা
  14. 2 কাপটকদই
  15. 3টেবিল চামচ তেঁতুলের চাটনি
  16. 2 টিকাঁচালঙ্কা কুচি
  17. 1 টিপেঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেনের মধ্যে সর্ষের তেল ও লঙ্কাগুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে

  2. 2

    তারপর তাতে বাকি সব গুঁড়ো মসলা,ভাজা মসলা,পরিমাণমতো নুন,চিনি,কসুরি মেথি,আদা-রসুনবাটা,চাট মসলা,ব্যাসন সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  3. 3

    এবারে ময়দাতে সামান্য নুন ও তেল দিয়ে শক্ত করে মেখে তার থেকে একটু বড় লেচি কেটে রুটির মতো বেলে তার থেকে ছোট কোনো ঢাকনা দিয়ে কেটে নিতে হবে

  4. 4

    তারপর সেগুলো কোনো কাটা চামচ বা ছুরি দিয়ে ফুটো করে নিয়ে একটু বেশি করে তেল গরম করে কম আঁচে কড়া করে ভেজে তুলতে হবে

  5. 5

    এবারে কড়াইতে খুব সামান্য তেল গরম করে তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে কম আঁচে দুপিঠ একটু পোড়া পোড়া করে ভেজে তুলতে হবে

  6. 6

    তারপর চিকেনগুলো ছুরি দিয়ে টুকরো করে কেটে একটা বাটিতে দিয়ে উপর থেকে তেঁতুলের চাটনি,নুন ও চিনি মেশানো টকদই

  7. 7

    তৈরি করে রাখা পাপড়ি,পেঁয়াজকুচি,লঙ্কাকুচি,ভাজা মসলা গুঁড়ো সব দিয়ে মিশিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samhita Gupta
Samhita Gupta @cook_15453458

Similar Recipes