মূর্গ কাবাব রোল(Murgh Kabab Roll recipe in bengali)

Samjukta Chowdhury
Samjukta Chowdhury @cook_27149321

মূর্গ কাবাব রোল(Murgh Kabab Roll recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 5 পিস বোনলেস চিকেন
  2. 2 টেবিল চামচ টকদই
  3. 1.5 কাপময়দা
  4. স্বাদ অনুযায়ী নুন আর চিনি
  5. প্রয়োজন মতসাদাতেল
  6. 2 চা চামচলঙ্কাগুঁড়ো
  7. 1 চা চামচআদা-রসুনবাটা
  8. 1 টিবড় পেঁয়াজকুচি
  9. 5-6 টিকাঁচালঙ্কা কুচি
  10. 1 টিগন্ধরাজ লেবু
  11. 1 টেবিল চামচ বাটার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেনগুলো কিউব করে ছোট টুকরো করে কেটে নিতে হবে

  2. 2

    তারপর তাতে দই,লঙ্কাগুঁড়ো,আদা-রসুনবাটা,নুন,চিনি সব দিয়ে মেখে আধঘন্টা ম্যারিনেট করতে হবে

  3. 3

    এবারে ময়দার মধ্যে অল্প নুন,তেল দিয়ে শক্ত করে মেখে লেচি কেটে নিতে হবে

  4. 4

    তারপর কাবাব কাঠিগুলো বেশ কিছুক্ষন জলে ডুবিয়ে তারপর জল থেকে তুলে তাতে মসলা মাখানো চিকেন একটু দূরত্ব রেখে একটা করে গেঁথে নিতে হবে

  5. 5

    এবারে ওপরে একটু গলানো বাটার ব্রাশ করে গ্যাস এ পুড়িয়ে নিতে হবে

  6. 6

    এইভাবে পুরোটা ভালো করে পুড়ে গেলে নামিয়ে সেগুলো কাঠি থেকে ছাড়িয়ে নিতে হবে

  7. 7

    তারপর ময়দার লেচিগুলো রুটির মতো বেলে অল্প দুপিঠ সেঁকে তেল দিয়ে পরোটার মতো ভেজে তুলতে হবে

  8. 8

    তারপর ভেজে নেওয়া পরোটার মধ্যে তৈরি করা চিকেন দিয়ে একটু পেঁয়াজ ও লঙ্কাকুচি ছড়িয়ে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে ভালো করে মুড়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samjukta Chowdhury
Samjukta Chowdhury @cook_27149321

Similar Recipes