মটন বিরিয়ানি (mutton biriyani recipe in bengali)

Barnali Samanta Khusi
Barnali Samanta Khusi @cook_14199186
Kolkata

মটন বিরিয়ানি (mutton biriyani recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন এর জন্য
  1. 1 কিলো মটন (বড়ো পিস)
  2. 500 গ্রামবাসমতী
  3. 2 টোপেঁয়াজ কুচি
  4. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  5. 2টেবিল চামচ টক দই
  6. 1 চা চামচশুকনো লঙ্কা বাটা
  7. 2 চা চামচজিরা ধনে গুঁড়ো
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. স্বাদ মতো লবণ
  10. পরিমাণ মতো গোটা গরম মশলা
  11. 2 চা চামচবিরিয়ানি মশলা (ঘরোয়া)
  12. 1 চা চামচকেশর
  13. 1/2 কাপদুধ
  14. 1 চা চামচমিঠা আতর
  15. 1 চা চামচকেওড়া জল
  16. 2 চা চামচঘি
  17. 2 টোআলু
  18. 4 টাডিম
  19. 2 চা চামচলেবুর রস
  20. পরিমাণ মতো তেল
  21. 2 টোতেজ পাতা
  22. 1 চা চামচখাওয়ার রঙ লাল ( ঐচ্ছিক )

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    ডিম গুলো সেদ্ধ করে নিতে হবে এরপর নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ভেজেছি (অপ্সনাল)

  2. 2

    আলু গুলো ডুমো করে কেটে লবণ আর খাওয়ার রঙ মাখিয়ে ভেজে নিতে হবে ।পেঁয়াজ কুচি গুলো ভালো করে ডিপ ফ্রাই করে আলাদা করে রেখে দিতে হবে ।

  3. 3

    এবার মাংস গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে টক দই,গুরো গরম মশলা 1চা চামচ,লবণ পরিমাণমতো,আদা রসুন বাটা,ধনেজিরা গুড়ো,হলুদ গুড়ো দিয়ে ম্যরিনেড করে আধ ঘন্টা রেখে দিতে হবে । কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে তাতে মটন গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কুকার এ দিয়ে সামান্য পরিমাণ এ জল দিয়ে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ।সাথে ভেজে রাখা আলু গুলো ও সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    অন্য দিকে বাসমতী চাল গুলো ভালো করে ধুয়ে 70%সেদ্ধ করতে হবে সেদ্ধ করার সময় তেল 2চা চামচ,লেবুর রস,আর গোটা গরম মশলা গুলো দিয়ে দিতে হবে ।চাল গুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে আর গোটা গরম মশলা গুলো বার করে নিতে হবে ।দুধ এর মধ্যে কেশর টা ভিজিয়ে রাখতে হবে সাথে 1চা চামচ মিঠাআতর আর কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ।

  5. 5

    এবার একটা বড়ো পাত্রের মধ্যে প্রথমে ভাত এর লেয়ার দিয়ে ওপর থেকে,বেরেস্তা,মটন,আলু,কেশর,কেওড়া জল,মিঠাআতর মেশানো দুধ টা ছড়িয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো,গুড়ো গরম মশলা,ভেজে সেদ্ধ করে রাখা আলু ও ডিম,ঘি ছড়িয়ে আবার একটা ভাত এর লেয়ার দিয়ে এক ই ভাবে সব দিয়ে ঢাকা দিয়ে আটা দিয়ে চার দিক থেকে বন্ধ করে একটা তাওয়া র ওপর দম এ 15মিনিট মতো লো ফ্লেম করে বসিয়ে নামিয়ে নিলেই হবে ।সাইড থেকে পরিবেশন করুন মজাদার মটন বিরিয়ানি রাইতার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Samanta Khusi
Barnali Samanta Khusi @cook_14199186
Kolkata

Similar Recipes