নারকেল তিলের নাড়ু (Narkel teeler naru recipe in bengali)

Chaitali Kundu Kamal
Chaitali Kundu Kamal @chaitali_kamal
Navi Mumbai

নারকেল তিলের নাড়ু (Narkel teeler naru recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
6জন
  1. 2 টোনারকেল কোরা
  2. 250 গ্রামচিনি
  3. 4 চা চামচতিল
  4. 2-3 টে এলাচ

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে নারকেল কুরে নিতে হবে আর তিল গরম কড়াইতে ভেজে রাখতে হবে । তারপর কড়াইতে নারকেল চিনি এলাচ দিয়ে ভালো করে মেখে গ্যাস জ্বালিয়ে বার বার নেড়ে নাড়ু বানাতে হবে।

  2. 2

    যখন চিনি নারকেলের সাথে মিশে যাবে তখন আগে থেকে ভেজে রাখা তিল দিয়ে বার বার নাড়তে হবে। তারপর নারকেলের রস মরে যাবে তখন হাত দিয়ে দেখলে বোঝা যাবে চিট টিপের হয়ে আসছে তখন বার বার নেড়ে নামাতে হবে। না হলে কড়াইতে লেগে যাবে।

  3. 3

    খুব গরম থাকে তাই ঠান্ডা জল হাত ডুবিয়ে নিয়ে নাড়ু আকারে বানিয়ে নিলে তৌরী হয়ে যাবে নারকেল তিলের নাড়ু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chaitali Kundu Kamal
Chaitali Kundu Kamal @chaitali_kamal
Navi Mumbai

Top Search in

Similar Recipes