সুইট পটেটো বাটারমিল্ক ক্রিসেন্ট (Sweet Potato Buttermilk croissant recipe in bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#GA4
#Week7

ধাঁধা থেকে বাটারমিল্ক ও ব্রেকফাস্ট বেছে নিয়ে আমি বানিয়েছি সুইট পটেটো বাটারমিল্ক ক্রিসেন্ট। সামান্য মিষ্টি অতন্ত সুস্বাদু এই নরম তুলতুলে ব্রেড রোল ব্রেকফাস্ট বা ডিনার রোল হিসেবে পরিবেশন করা যাবে।

সুইট পটেটো বাটারমিল্ক ক্রিসেন্ট (Sweet Potato Buttermilk croissant recipe in bengali)

#GA4
#Week7

ধাঁধা থেকে বাটারমিল্ক ও ব্রেকফাস্ট বেছে নিয়ে আমি বানিয়েছি সুইট পটেটো বাটারমিল্ক ক্রিসেন্ট। সামান্য মিষ্টি অতন্ত সুস্বাদু এই নরম তুলতুলে ব্রেড রোল ব্রেকফাস্ট বা ডিনার রোল হিসেবে পরিবেশন করা যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 ঘণ্টা
24টি রোল
  1. 250 গ্রামরাঙা আলু
  2. 1/4 লিটারদুধ
  3. 1টেবিল চামচ ভিনেগার
  4. 3 চা চামচইস্ট
  5. 2 চা চামচ+ 1/4 কাপ চিনি
  6. 1/4 কাপঈষদুষ্ণ জল
  7. 1 টিডিম
  8. 1/2 কাপগলানো মাখন
  9. 2.5 চা চামচনুন
  10. 3.5 কাপময়দা

রান্নার নির্দেশ সমূহ

2 ঘণ্টা
  1. 1

    প্রথমে রাঙা আলু পরিষ্কার করে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়ে ওভেনে 20 মিনিট বেক করুন। খোসা ছাড়িয়ে মেখে রাখুন।

  2. 2

    ঈষদুষ্ণ জলে 2 চা চামচ চিনি ও ইস্ট দিয়ে ঢেকে রাখুন ফার্মেন্ট করার জন্য। রুম টেম্পারেচার এ দুধে ভিনেগার মিশিয়ে 10 মিনিট ঢেকে রাখুন। দুধ কেটে গেলে চামচ দিয়ে নেড়ে দিন। আমাদের বাটারমিল্ক রেডী।

  3. 3

    একটি মিক্সিং বোলে রাঙা আলু, মাখন, নুন, চিনি ও ডিম মিশিয়ে নিন। তারপর আটা ও ইস্ট দিন। এবার বাটারমিল্ক দিয়ে নরম করে মেখে নিন।

  4. 4

    ডো ঢেকে রাখুন। ডবল হলে হালকা করে মেখে তিন ভাগ করে নিন। একটি ভাগ নিয়ে 12/13" ডায়েমটের গোল বেলে নিন।

  5. 5

    8 টি পার্ট কেটে নিন। চৌড়া দিক থেকে রোল করে নিন ছবিতে যে ভাবে দেখানো আছে। বাকি রোল এই ভাবে করে নিন।

  6. 6

    বেকিং ট্রেতে বাটার পেপারে রোল রেখে ঢেকে রাখুন। ফুলে উঠলে 180° সেন্টিগ্রেডে প্রিহিট করা ওভেনে বেক করুন 15-20 মিনিট বাদামি হাওয়া অবধি। গলানো মাখন উপরে ব্রাশ করে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes