খিচুড়ি (khichuri recipe in Bengali)

প্রগতি রায়
প্রগতি রায় @cook_26462360

#GA4
#Week7
আমি খিচুড়ি কে বেছে নিলাম।

খিচুড়ি (khichuri recipe in Bengali)

#GA4
#Week7
আমি খিচুড়ি কে বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
10 জন
  1. 1কেজি আতপ চাল
  2. 500 গ্রামসোনা মুগ ডাল
  3. পরিমাণমতো সর্ষের তেল
  4. 4-5টা তেজপাতা
  5. 4-5টাশুকনো লঙ্কা
  6. পরিমাণ মতোগোটা গরম মসলা
  7. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতোলবণ ,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. 1 চা চামচআদা বাটা ও জিরা বাটা
  10. 6-7 টা কাঁচা লঙ্কা
  11. 3 চা চামচঘি
  12. 1/2 চা চামচ ফোঁড়নের জন্য পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    কড়াইতে তেল দিয়ে মুগডাল টাকে ভেজে তুলতে হবে

  2. 2

    এরপর ওই তেলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিতে হবে

  3. 3

    তেলে জিরা বাটা আদা বাটা দিতে হবে

  4. 4

    এরপর ওই তেলে চালটা ধুয়ে দিয়ে দিতে হবে। ভাজা ডালটাও একটু ধুয়ে দিয়ে দিতে হবে।

  5. 5

    চাল ডাল টা একটু ভাজা হলে পরিমাণ মত লবণ হলুদ দিয়ে দিতে হবে। কাঁচালঙ্কা গুলো চিড়ে ও এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে।

  6. 6

    এরপর পরিমাণমতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে।

  7. 7

    কিছুক্ষণ পর ঢাকা উল্টে দেখতে হবে চাল ডাল সিদ্ধ হয়ে গেলে উপড়ে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
প্রগতি রায়

মন্তব্যগুলি (6)

Similar Recipes