ছোলার ডালে মুগডালের দলিয়া খিচুড়ি (chola r moog dale daliyar khichuri Recipe in Bengali)

Rumki Das
Rumki Das @cook_20820003

#GA4
#week7
আমি খিচুড়ি বেছে নিয়েছি। হেলদি ও টেস্টি রেসিপি।

ছোলার ডালে মুগডালের দলিয়া খিচুড়ি (chola r moog dale daliyar khichuri Recipe in Bengali)

#GA4
#week7
আমি খিচুড়ি বেছে নিয়েছি। হেলদি ও টেস্টি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 150 গ্রামদলিয়া
  2. 100 গ্রামছোলার ডাল
  3. 50 গ্রামমুগের ডাল
  4. 2 টোআলু টুকরো করে কাটা
  5. 1/2 পেঁপে টুকরো করে কাটা
  6. 1 টাগাজর কুচি
  7. স্বাদমতোনুন
  8. 1 টেবিল চামচঘি
  9. 1 চা চামচআদা বাটা
  10. 3 চা চামচতেল
  11. 1/2 চা চামচগোটা জিরা সামান্য
  12. 1 টাশুকনো লঙ্কা
  13. 1 গ্লাসজল
  14. 1 চা চামচচিনি
  15. 2 চা চামচজিরা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ছোলার ডাল মুগের ডাল সবজি টুকরো দলিয়া।

  2. 2

    কড়াই তেল গরম হলে জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে দিতে হবে এরপর আলু পেঁপে গাজর ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পর আদা বাটা দিয়ে দিতে হবে।

  3. 3

    ভালো করে ধুয়ে রাখার ডাল দিয়ে দিতে হবে। এরপর দলিয়া ভালো করে ধুয়ে রাখা দিতে হবে জিরেগুঁড়ো দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।

  4. 4

    এরপর নুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর জল দিয়ে দিতে হবে। পেশার কুকারে তিন টে সিটি পড়ে গেলে। নামিয়ে নিতে হবে।

  5. 5

    ঢাকনা খুলে ঘি দিয়ে নামিয়ে নিয়েতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumki Das
Rumki Das @cook_20820003

Similar Recipes