ব্রেড পিজ্জা (bread pizza recipe in Bengali)

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#ebook2
#ইবুক বিভাগ৫-দূর্গাপূজা

পূজোর কটাদিন মুখোরোচক খাবার খেতে সবাই ভালো বাসে।তাই অষ্টমীর বিকেলে বাড়িতে থাকা কিছু জিনিষ দিয়ে মুখরোচক এই খাবারটি বানিয়েছিলাম।

ব্রেড পিজ্জা (bread pizza recipe in Bengali)

#ebook2
#ইবুক বিভাগ৫-দূর্গাপূজা

পূজোর কটাদিন মুখোরোচক খাবার খেতে সবাই ভালো বাসে।তাই অষ্টমীর বিকেলে বাড়িতে থাকা কিছু জিনিষ দিয়ে মুখরোচক এই খাবারটি বানিয়েছিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫-৫০ মিনিট
৩ জন
  1. ১/২পাউন্ড স্লাইস পাউরুটি
  2. ৬ টিডিম
  3. ২টেবিল চামচপেঁয়াজকুচি
  4. ২টেবিল চামচক্যাপ্সিকাম কুচি
  5. ২ টেবিল চামচটমেটো কুচি
  6. ২টেবিল চামচগাজর কুচি
  7. ৩ চা চামচচিলিফ্লেক্স
  8. ৩ চা চামচঅরিগানো
  9. ৩ চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. ৩ টিচিজ কিউব
  11. পরিমাণ মতোমোজারেলা চিজ
  12. স্বাদ মতনুন
  13. ৩ টেবিল চামচমাখন

রান্নার নির্দেশ সমূহ

৪৫-৫০ মিনিট
  1. 1

    একটা পাত্রে ৪পিস পাউরুটিকে একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে।তারমধ্যে ১.১/২ চা চামচ পেঁয়াজকুচি,১.১/২ চা চামচ ক্যাপসিকামকুচি,১.১/২ চা চামচ গাজরকুচি,১.১/২ চা চামচ টমেটোকুচি,১চা চামচ অরিগানো, ১চা চামচ চিলিফ্লেক্স,১চা চামচ গোলমরিচ গুঁড়ো,স্বাদ মতো নুন আর দুটো ডিম ভেঙে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।ওপরে একটা চিজ কিউবকে গ্রেট করে দিতে হবে

  2. 2

    গ্রেট করা চিজ নেড়েচেড়ে ভালো করে পুরো মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে।এবার ফ্রাইং প্যান গরম করে ১/২ টেবিল চামচ মাখন দিয়ে গ্যাস সিম করে নিয়ে মাখন গলে গেলে ডিম-রুটির মিশ্রণটা ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে চারদিকটা গোল করে দিয়ে ভাজতে হবে

  3. 3

    একটা দিক লালচে হয়ে ভাজা হয়ে গেলে একটা প্লেটের সাহায্যে উল্টিয়ে দিয়ে অপর দিকটাও লালচে করে ভেজে নিতে হবে ।নীচের দিকটা ভাজা হয়ে গেলে ওপরে পরিমাণ মতো মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।মিনিট ২-৩ পরে চিজটা গলে গেলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে টেস্টি টেস্টি ব্রেড পিজ্জা

  4. 4

    এইভাবেই বাকি পিজ্জা গুলোও বানিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes