এগ ব্রেড পিজ্জা(egg bread pizza recipe in Bengali)

Poulomi Sarkar
Poulomi Sarkar @cook_26418834

#আমারপছন্দেররান্না
#FearlessFlawless

এগ ব্রেড পিজ্জা(egg bread pizza recipe in Bengali)

#আমারপছন্দেররান্না
#FearlessFlawless

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
২জন
  1. ৫ স্লাইসপাউরুটি
  2. ১/২কাপক্যাপ্সিকাম কুচি
  3. ১/২কাপ পেঁয়াজ কুচি
  4. ১/২কাপস্যুইট কর্ণ
  5. ৫চা চামচপিজ্জা সস
  6. ১টাডিম
  7. ১চা চামচমিক্সড হার্ব
  8. ১চা চামচ চিলি ফ্লেক্স
  9. স্বাদমতনুন
  10. ২চা চামচমাখন
  11. ১.৫কাপগ্রেট চীজ

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    প্রথমে পিয়াজ আর ক্যাপ্সিকাম কুচি করে নিতে হবে (এখনে চাইলে অন্যান্য রঙের বেল পেপার এবং টমেটো কুচি ও যোগ করা যেতে পারে)। ডিম আর চিজ ভালো করে গ্রেড করে নিতে হবে।

  2. 2

    এবারে একটা পাত্রে সব সবজি নিয়ে তাতে নুন, মিক্সড হার্ব, চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
    পাউরটির ওপর পিজ্জা সস্ লাগিয়ে তার ওপর সবজি র মিশ্রণ টা দিয়ে, তার ওপর গ্রেড করা ডিম আর চিজ দিয়ে চেপে বসিয়ে দিতে হবে। এই ভাবেই প্রতিটা পাউরুটি তৈরী করে নিতে হবে।

  3. 3

    এবারে ওভেন জ্বলিয়ে কড়াই গরম করে নিয়ে তাতে মাখন দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াই এর গা মাখিয়ে নিতে হবে।
    এবার মাখন গোলে গেলে পাউরুটি গুলো খুব সাবধানে বসিয়ে ওভেন লো ফ্লেম এ দিয়ে ঢাকা দিয়ে ৪-৫ মিনিট রাখতে হবে।

  4. 4

    মনে রাখতে হবে একবারে বেশি পাউরুটি দেওয়া যাবে না।
    খুব সাবধানে ঢাকনা খুলে এবার খুন্তি এর সাহায্যে পাউরুটি গুলো তুলে নিলেই রেডী এগ ব্রেড পিজ্জা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poulomi Sarkar
Poulomi Sarkar @cook_26418834

Similar Recipes