নারকেলের বড়া (narkeler bora recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

#ebook2
#দূর্গা পূজা
পূজোয় নারকেল দিয়ে যেমন নানান মিষ্টান্ন বানানো হয় তেমন ঝাল মিষ্টি বড়া ও বানানো হয়।

নারকেলের বড়া (narkeler bora recipe in Bengali)

#ebook2
#দূর্গা পূজা
পূজোয় নারকেল দিয়ে যেমন নানান মিষ্টান্ন বানানো হয় তেমন ঝাল মিষ্টি বড়া ও বানানো হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 1/2কাপ নারকেল কোরা
  2. প্রয়োজন মতচালের গুঁড়ো
  3. 4 টিকাঁচা লঙ্কা কুচি
  4. 2 টি বড়পেঁয়াজ লম্বা মিহি কুচি
  5. 1/2 চা চামচকালোজিরে
  6. স্বাদ মতনুন
  7. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  8. প্রয়োজন মততেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে নারকেল কোরা নিয়ে তাতে লবণ, হলুদ, লঙ্কা কুচি, পিঁয়াজ কুচি, কালোজিরা, চালের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে নারকেলের মিশ্রন থেকে অল্প অল্প করে নিয়ে গোল চ্যাপ্টা শেপ করে তেলের মধ্যে দিতে হবে।

  3. 3

    মাঝারি আঁচে দুপাশ উলটে পালটে লালচে করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    তাহলেই তৈরি হয়ে যাবে নারকেলের বড়া। গরম গরম পছন্দসই খাবারের সাথে প্লেটে পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes