বেসন সুজির বরফি (Besan Soojir barfi recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

#GA4
#Week8
এই সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি মিল্ক বা দুধ বেছে নিয়েছি ।

বেসন সুজির বরফি (Besan Soojir barfi recipe in Bengali)

#GA4
#Week8
এই সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি মিল্ক বা দুধ বেছে নিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জন
  1. 1/2 কাপসুজি (চায়ের কাপ)
  2. 1/2 কাপবেসন
  3. 2 কাপলিকুইড দুধ
  4. 3টেবিল চামচ ঘি
  5. 1 চা চামচএলাচ গুঁড়ো
  6. স্বাদ মতো চিনি
  7. 2টেবিল চামচ কাজুবাদাম, কিসমিস, চেরি

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমে কড়াই গরম করে সুজি টাকে 2 মিনিট নেড়ে নিতে হবে। এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে আরো 2-3 মিনিট সুজি টাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    কড়াইতে 2 টেবিল চামচ ঘি গরম করে বেসন দিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিট সময় ধরে ভাজতে হবে।বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে।

  3. 3

    নাড়তে নাড়তে যখন বেসন নরম হয়ে ঘি ছাড়তে শুরু হবে ওটা থেকে তখন সুজি দিতে হবে।আরো 2 মিনিট নেড়ে চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার অর্ধেক দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। দুই ধাপে দুধ টা মেশাতে হবে।

  5. 5

    এবার বাকি দুধ দিয়ে এলাচ গুঁড়ো টাও দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে কিছুটা কাজুবাদাম, কিসমিস, চেরি দিতে হবে।

  6. 6

    মিশিয়ে নামিয়ে নিয়ে একটা ঘি মাখানো থালায় ঢেলে উপরে বাকি কাজু, কিসমিস, চেরি ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে।

  7. 7

    ঠান্ডা হলে বরফি আকারে কেটে নিয়ে প্লেটে পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes