এগ রোল (Egg roll recipe in Bangali)

Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

#GA4
#week9
এ সপ্তহের ধাঁধা থেকে আমি ময়দা বেছে নিয়ে এগ রোল বানিয়েছি।

এগ রোল (Egg roll recipe in Bangali)

#GA4
#week9
এ সপ্তহের ধাঁধা থেকে আমি ময়দা বেছে নিয়ে এগ রোল বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জনের জন্যে
  1. ২কাপময়দা
  2. ১টা গাজর
  3. ১টা শসা
  4. ৪টা কাঁচা লঙ্কা
  5. ২ টা পেঁয়াজ
  6. ১ চা চামচ নুন
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ চিনি
  9. ১/২ কাপ সাদা তেল
  10. ১/২ কাপ টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    ময়দা তে আল্প নুন,অল্প চিনি,২ চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।তার পর জল দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এবারে মেখে রাখা ময়দা দিয়ে রুটির বেলে নিতে হবে।

  3. 3

    তাওয়া তে সাদা তেল দিয়ে রুটির দিয়ে দিতে হবে, তার পর ডিম টা ফাটিয়ে নিয়ে তাতে সাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে রুটির ওপর দিয়ে দিতে হবে।

  4. 4

    প্রয়োজন হলে আরো একটু সাদা তেল দিয়ে দু দিকে ভালো করে ভেজে নিতে হবে।

  5. 5

    ভাজা হয়েগেলে,কুচি করে রাখা গজর,লঙ্কা,শসা রুটির মাঝে দিয়ে সাস দিয়ে রোল তাইরী করে নিয়ে পাপের দিয়ে রোল করে নিতে হবে। আমার এগ রোল পরিবেশনের জন্য রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

Similar Recipes