বিটরুট এন্ড ক্যারট স্যুপ (shitkalin soup recipe in Bengali)

Chandana Puja Banerjee
Chandana Puja Banerjee @cook_15728102

#শীতকালীনস্যুপ
শীতকালে গরম - গরম স্যুপ খেতে সবাই ভালোবাসে

বিটরুট এন্ড ক্যারট স্যুপ (shitkalin soup recipe in Bengali)

#শীতকালীনস্যুপ
শীতকালে গরম - গরম স্যুপ খেতে সবাই ভালোবাসে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 1 টা মাঝারি মাপেরগাজর
  2. 1টা ছোটটমেটো
  3. 1/2 বীটরুট
  4. 2 কোয়ারসুন
  5. 1/2 চা চামচবাটার / মাখন
  6. স্বাদ মতোনুন
  7. 1 চা চামচকর্ণ ফ্লাওয়ার
  8. 1/2 চামচগোলমরিচ গুঁড়ো
  9. 1/2 চা চামচভিনিগার
  10. 1/2 চা চামচটমেটো সস
  11. 1/2 চা চামচচিলি সস

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    সবার প্রথমে টমেটো, বিট, গাজর আর 1কোআ রসুন কে ভাল করে ধুয়ে সিদ্ধ কোরে নিতে হবে ।

  2. 2

    2-3 টে সিটি হলে গ্যাস বন্ধ করে দিতে হবে ।

  3. 3

    এবার সবজি গুলো ঠাণ্ডা করে নিতে হবে ।

  4. 4

    এবার সবজি গুলো কে জল থেকে তুলে ভালো করে বেটে নিতে হবে ।

  5. 5

    এই পেস্ট টা সবজি সিদ্ধ র জলে মিশিয়ে দিতে হবে ।

  6. 6

    এবার মিশ্রণটা চাইলে ছেঁকে নিতে পারেন ।

  7. 7

    এবার একটা কড়াইতে বাটার দিয়ে 1 কোআ রসুন কুচি করে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ।

  8. 8

    হালকা রং আসলে সবজি র মিশ্রণ টা ঢেলে দিতে হবে ।

  9. 9

    এবার স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে তার পর 1 চামচ কর্ণফলাওর জলে গুলে মিশিয়ে দিতে হবে । 1 মিনিট মত ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে ।

  10. 10

    এবার নিজের পছন্দ মত সস ও ভিনিগার মিশিয়ে গরম - গরম সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandana Puja Banerjee
Chandana Puja Banerjee @cook_15728102

Similar Recipes