গ্রীলড আনারসি পনির টিক্কা মশালা (Grilled anarasi paneer tikka masala recipe in bengali)

Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

#CookpadTurns4
কম উপকরণে কোনরকম ঝামেলা ছাড়া ই খুব সহজে হয়ে যাওয়া একটি রেসিপি।

গ্রীলড আনারসি পনির টিক্কা মশালা (Grilled anarasi paneer tikka masala recipe in bengali)

#CookpadTurns4
কম উপকরণে কোনরকম ঝামেলা ছাড়া ই খুব সহজে হয়ে যাওয়া একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জনের মতো
  1. ২০ টুকরো পনির চৌকো করে বড়ো টুকরোয় কাটা
  2. ৮ টি চৌকো করে, বড়ো করে কাটা ক্যাপ্সিকাম কিউব
  3. ৬ টি চৌকো করে বড়ো করে কাটা হলুদ বেল পেপার
  4. ৬ টি চৌকো করে,বড়ো টুুকরোয় কাটা লাল বেল পেপার
  5. ১৫ টি বড়ো টুকরো করে কাটা পেঁয়াজ
  6. ১৫ টি বড়ো টুকরো করে কাটা আনারস
  7. ৪ টেবিল চামচ জল ঝরানো টক দই
  8. ১২ টি চেরি টমেটো
  9. ২ টেবিল চামচ কাশ্মীরি লাল লংকা গুঁড়ো
  10. ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  11. ২ ফোঁটা মিঠা আতর
  12. ১ টেবিল চামচ তন্দুরি মশলা
  13. ২ টেবিল চামচ সরষের তেল
  14. স্বাদমতোলবণ
  15. ১ টেবিল চামচ লেবুর রস
  16. ১ চা চামচ আদা বাটা
  17. ১ চা চামচ রসুন বাটা
  18. ২ চা চামচব্রাশ করার জন্য মতো মাখন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    সব উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখতে হবে।

  2. 2

    একটা বাটিতে টক দই আর সব মশলা মিশিয়ে একটা স্মুদ পেস্ট বানাতে হবে।

  3. 3

    এবার ওতে একে একে পনির কিউব গুলো দিয়ে ৩০ মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে।

  4. 4

    কিছুক্ষণ পরে কাঠের স্কিউয়ারে পেঁয়াজ, ক্যাপ্সিকাম, আনারস, পনির, বেল পেপার অথবা নিজের ইচ্ছেমতো ক্রমানুসারে গাঁঁথতে হবে।

  5. 5

    বেকিং ট্রেতে মাখন ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে আবার মাখন ব্রাশ করে একটা একটা করে স্কিউয়ারে গাঁথা পনির, আনারসের স্টিক গুলো সাজিয়ে রাখতে হবে।

  6. 6

    ওভেন ২৫০°সেন্টিগ্রেড এ ১০ মিনিট মতো প্রি হিট করতে হবে।

  7. 7

    পনির - আনারসের সাজানো ট্রে টা ওভেনের ভেতর রেখে ১৮০° সেন্টিগ্রেড এ ২০ মিনিট মতো গ্রিল্ড করতে হবে।

  8. 8

    মাঝখানে ১০ মিনিট পরে একবার মাখন ব্রাশ করে নিয়ে স্টিক গুলো উলটে দিতে হবে, আবার মাখন ব্রাশ করে নিতে হবে।

  9. 9

    একটু স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরী আনারসি পনির টিক্কা তন্দুরি মশালা।

  10. 10

    সালসা ডিপ ও গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

Similar Recipes