পনির টিক্কা (paneer tikka recipe in Bengali)

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#GA4
#week6

এবারের ধাঁধা দিয়ে আমি পনির নিয়েছি।স্ন্যাক্স বা স্টাটার হিসাবে পনির টিক্কা খুবই জনপ্রিয় এক পদ। রকমারি মশলা দিয়ে এই পদ তৈরি হয়ে, খেতে যেমন সুস্বাদু , বানিয়ে ফেলাও খুব সহজ।

পনির টিক্কা (paneer tikka recipe in Bengali)

#GA4
#week6

এবারের ধাঁধা দিয়ে আমি পনির নিয়েছি।স্ন্যাক্স বা স্টাটার হিসাবে পনির টিক্কা খুবই জনপ্রিয় এক পদ। রকমারি মশলা দিয়ে এই পদ তৈরি হয়ে, খেতে যেমন সুস্বাদু , বানিয়ে ফেলাও খুব সহজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম পনির
  2. ১ টা ক্যাপ্সিকাম
  3. ১ টা পেঁয়াজ
  4. ২৫০ গ্রামটক দই : (জল ঝরানো)
  5. ৪ চা চামচ বেসন
  6. 1/2 চা চামচহলুদ
  7. 1/2 চা চামচগোল মরিচ গুঁড়ো
  8. 1/2 চা চামচজোয়ান
  9. ১ চা চামচ আমচুর পাউডার
  10. ১ চা চামচ কসুরি মেথি
  11. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো
  13. স্বাদ মতোনুন
  14. ১ চা চামচ জিরে গুঁড়ো
  15. ১ চা চামচ চাট মশলা
  16. ১ চা চামচ তন্দুরি মশলা গুঁড়ো
  17. ১/ ২ পাতি লেবুর রস
  18. ২ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পনিরকে চৌকো আকারে টুকরো টুকরো করে কেটে নিন। এ বার পেঁয়াজ চৌকো করে কেটে তার লেয়ার গুলো আলাদা করুন। ক্যাপ্সিকাম একই ভাবে পনিরের আকারে কেটে নিন।

  2. 2

    টক দই নিয়ে তা ভাল ভাবে ফেটিয়ে নিন। এর পর একে একে সমস্ত মশলা, বেসন এবং স্বাদ মতো নুন-দইয়ে দিয়ে মিশিয়ে নিন। কেটে রাখা পনির এবং পেঁয়াজ, ক্যাপ্সিকাম মিশ্রণে দিন। হাতের সাহায্যে মিশ্রণটি ভাল করে পনির ও সব্জির গায়ে মাখিয়ে নিন। এ বার মশলা মাখানো পনির ও সব্জির পাত্র ঢাকা দিয়ে কমপক্ষে ২০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন।

  3. 3

    ম্যারিনেট করা পনির এবং সব্জি ফ্রিজ থেকে বার করে নিন । গ্যাসে ননস্টিক প্যান বা লোহার চাটু বসান। তাতে এক টেবিল চামচ তেল দিয়ে গরম হতে দিন। তাওয়া গরম হয়ে গেলে স্কিউয়ারগুলো এর উপর রাখুন। প্রতি বার তিনটের বেশি স্কিউয়ার তাওয়ায় দেবেন না। এতে রান্না করতে সুবিধা হবে। একটা দিক বাদামি হয়ে গেলে স্কিউয়ারগুলো ঘুরিয়ে নিন। পনির ও সব্জি পুরোপুরি বাদামি হয়ে গেলে তা নামিয়ে ফেলুন।

  4. 4

    এ বার পছন্দ মতো পাত্রে পনির টিক্কা সাজিয়ে তাতে লেবুর রস ও চাট মশলা ছড়িয়ে দিন। সহযোগে পরিবেশন করুন পনির টিক্কা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

Similar Recipes