সিঙ্গাড়া(singara recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#GA4
#week12
Clue নিয়েছি peanut বা চিনে বাদাম।

আলুর পুর ভরা এই সিংগার সারা ভারতবর্ষ জুড়েই ভীষণ প্রিয়। এই স্ন্যাক্স রেসিপি খুব সহজেই বানিয়ে বাড়িতে বানানো যায় এবং সন্ধ্যেবেলায় জল খাবার হিসেবে দারুণ জমে যায় সিঙ্গারা ও এক কাপ চা।

সিঙ্গাড়া(singara recipe in Bengali)

#GA4
#week12
Clue নিয়েছি peanut বা চিনে বাদাম।

আলুর পুর ভরা এই সিংগার সারা ভারতবর্ষ জুড়েই ভীষণ প্রিয়। এই স্ন্যাক্স রেসিপি খুব সহজেই বানিয়ে বাড়িতে বানানো যায় এবং সন্ধ্যেবেলায় জল খাবার হিসেবে দারুণ জমে যায় সিঙ্গারা ও এক কাপ চা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2 জন
  1. 1 কাপময়দা
  2. 2টেবিল চামচ বাদাম
  3. 2টোআলু ছোট টুকরো করে কাটা
  4. 1 চা চামচপাঁচফোড়ন
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1/2 চা চামচলঙ্কাগুঁড়ো
  7. 1/2 চা চামচধনে গুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. পরিমাণ মতোসাদা তেল
  10. 1 টিলঙ্কা কুচি করে কাটা
  11. প্রয়োজন মতজল
  12. 1 টিতেজপাতা
  13. 1 টিশুকনো লঙ্কা
  14. 1 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন,শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিতে হবে এবং চিনেবাদাম গুলো ভেজে নিতে হবে খুব ভালো করে। তারপরে অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে আলুটা নরম হয়ে আসা পর্যন্ত ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এইভাবে সিঙ্গারার পুরটা তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার ময়দা তে নুন এবং তেল একটু বেশি পরিমাণে দিয়ে ময়ান ভালোভাবে মেশানোর পর জল দিয়ে একটু শক্ত করে ময়দা মাখতে হবে। তারপর ছোট্ট ছোট্ট লেচি করে, সেটাকে একটু লম্বাটে করে বেলতে হবে ।তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে দুই ভাগে দুটো সিঙ্গারার জন্য বেলা ব্যবহার করতে হবে।

  3. 3

    বেলে নেওয়া একটি অংশ নিতে হবে তার মধ্যে আগে থাকতে বানিয়ে রাখা আলুর পুর ভরতে হবে এবং হাতের সাহায্যে সিঙ্গারার আকারে গড়ে নিতে হবে তারপর কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে তুলতে হবে সিঙ্গারা গুলোকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি (2)

 Hena Sarkar
Hena Sarkar @cook_23434392
মুখোরোচক খাবার আমি খুব পছন্দ করি খুব লোভোনিয খাবার দারুন বানিযেছো ফাটাফাটি

Similar Recipes