ডিমের পুডিং (Dimer pudding recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

#worldeggchallenge
ডিম খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। ডিম সাধারণত ঝাল বা মশলা যুক্ত খাবার হিসাবে আমরা রান্না করি। আজ আমি ডিম একটু অন্য রকম ভাবে বানাতে চেষ্টা করেছি। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের পুডিং। এটা মিষ্টি খাবার। তোমাদের পছন্দ হলে জানব আমার প্রচেষ্টা সার্থক

ডিমের পুডিং (Dimer pudding recipe in Bengali)

#worldeggchallenge
ডিম খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। ডিম সাধারণত ঝাল বা মশলা যুক্ত খাবার হিসাবে আমরা রান্না করি। আজ আমি ডিম একটু অন্য রকম ভাবে বানাতে চেষ্টা করেছি। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের পুডিং। এটা মিষ্টি খাবার। তোমাদের পছন্দ হলে জানব আমার প্রচেষ্টা সার্থক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 4 টিডিম
  2. 1/3 কাপচিনি
  3. 1 কাপদুধ
  4. 1 চা চামচছোট এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ডিম ও চিনি একসঙ্গে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এই মিশ্রণ ততক্ষণ পেস্ট করব যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। এবার দুধ মিশিয়ে আবার পেস্ট করব

  2. 2

    একটি প্যানে জল গরম করে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। পুডিং বানানোর পাত্র তেল মাখিয়ে তাতে ডিম দুধের মিশ্রণ ঢেলে দিলাম। এই পাত্রটি স্ট্যান্ড এর উপর বসিয়ে পুডিং এর পাত্রে ও জল গরম করার পাত্রে আলাদা আলাদা ভাবে ঢাকা দিয়ে দিলাম

  3. 3

    25-30 মিনিট পর একটি ছুড়ি দিয়ে চেক করে নিলাম। যদি কাঠিটি পরিষ্কার ভাবে উঠে আসে তাহলে পুডিং তৈরী। নামিয়ে ঠাণ্ডা হতে দিলাম। ঠাণ্ডা হলে চারপাশ দিয়ে ছুড়ি ঘুরিয়ে নিলাম যাতে পাত্রের গা পুরোপুরি ছেড়ে যায়। উপরে একটি ডিস ঢাকা দিয়ে পুডিং এর পাত্র উল্টে আস্তে আস্তে কয়েকবার হাত দিয়ে চাপ দিলেই পুডিং উঠে আসবে। এবার এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে

  4. 4

    এখন ফ্রিজ থেকে বার করে পছন্দমত আকারে কেটে উপরে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes