বাদাম মালাই মিল্ক (badam malai milk recipe in bengali)

Rupasree bhattacharjee
Rupasree bhattacharjee @cook_25901492

বাদাম মালাই মিল্ক (badam malai milk recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10—15 মিনিট
দু জনের জন্য
  1. 1/2কেজি দুধ
  2. 7/8 টাকাজু
  3. 7/8 টাআমন্ড বাদাম
  4. 1 চা চামচচিনি
  5. 7/8 টাকেশর পিস

রান্নার নির্দেশ সমূহ

10—15 মিনিট
  1. 1

    আমি সারারাত আমন্ড ভিজিয়ে রেখেছিলাম।সকালে সেগুলো ছাড়িয়ে নিয়েছি।

  2. 2

    এবারে হাফ কিলো দুধ জ্বাল দিয়েছি। দুধ ক্রমাগত নাড়তে হবে।

  3. 3

    এদিকে আমি দুটো বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি।এবং দুধ জাল দেওয়ার পর সেটা যখন একটু ঘন হয়ে আসবে তখন পেস্টটা ঢেলে দিতে হবে দুধের মধ্যে। আবার নাড়তে হবে।এই সময় আমি চিনি টাও দিয়ে দিয়েছি। আমরা চিনি খাই কম, তাই কম চিনি দিয়েছি, আপনারা নিজের পছন্দমত চিনি দিতে পারেন।

  4. 4

    এবারে এতে কেশর মেশাতে হবে। যেটা আমি আগেই একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম। আবার দু তিন মিনিট ফোটাতে হবে।তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে।

  5. 5

    এবারে ঠান্ডা ঠান্ডা বা গরম গরম যেভাবেই খেতে চান খেয়ে ফেলুন। অত্যন্ত উপকারী,সুস্বাদু ও স্বাস্থ্যকর। আপনারা এখানে নিজের পছন্দমত ড্রাই ফ্রুটস ও দিতে পারেন । খুব তাড়াতাড়ি হয়েযায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupasree bhattacharjee
Rupasree bhattacharjee @cook_25901492

Similar Recipes