চাটনি(chatni recipe in Bengali)

Debjani Paul
Debjani Paul @bake0clock

#ebook2

জন্মাষ্টমী ভোগ রান্নার জন্যে যে সমস্ত পদ রান্না করা হয় তার মধ্যে চাটনি অবশ্যই থাকে ,তাই আমি আম লেবু টমেটোর চাটনি করেছি।খুব ভালো লাগে এরকম মিশিয়ে চাটনি করলে।

চাটনি(chatni recipe in Bengali)

#ebook2

জন্মাষ্টমী ভোগ রান্নার জন্যে যে সমস্ত পদ রান্না করা হয় তার মধ্যে চাটনি অবশ্যই থাকে ,তাই আমি আম লেবু টমেটোর চাটনি করেছি।খুব ভালো লাগে এরকম মিশিয়ে চাটনি করলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪জনের জন্যে
  1. ১টি বড়োকাঁচা আম
  2. ১টি টমেটো
  3. ১টি পাতি লেবুর রস
  4. ১/২কাপ চিনি
  5. ১/৩চা চামচ নুন
  6. ১ টেবিল চামচ তেল
  7. ১/২চা চামচ সর্ষে
  8. ১/৩চা চামচ পাঁচফোড়ন
  9. ১চিমটি হলুদ গুঁড়ো
  10. ১টি ছোটো শুকনো লঙ্কা
  11. ১ টেবিল চামচ কাজু ভাঙ্গা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে আম আর তোমার সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করতে দাও।

  2. 2

    এরপরে তেল গরম হলে লঙ্কা ফোড়ন সরষে দিয়ে খুব অল্প সময় নেরে নাও।

  3. 3

    আম টমেটো হাতে করে করে চটকে নিয়ে কাথ বার করে তেলে দিয়েদাও।

  4. 4

    ভাল করে নাড়তে থাকো এরপরে চিনি হলুদ নুন দাও।

  5. 5

    কিছুক্ষন পরে চিনি গলে গেলে লেবুর রস আর কাজু দিয়ে ভালো করে মিশিয়ে দাও।

  6. 6

    ঠান্ডা হলে নিবেদন করে দাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Paul
Debjani Paul @bake0clock

Similar Recipes