ইনস্ট্যান্ট চিলি পিকল (Instant chilli pickle recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Week13
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিয়েছি লঙ্কা। বানিয়েছি কাঁচা লঙ্কার ঝটপট আচার। যেটা প্রায় সঙ্গে সঙ্গে খাওয়া যায়।

ইনস্ট্যান্ট চিলি পিকল (Instant chilli pickle recipe in Bengali)

#GA4
#Week13
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিয়েছি লঙ্কা। বানিয়েছি কাঁচা লঙ্কার ঝটপট আচার। যেটা প্রায় সঙ্গে সঙ্গে খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩/৪ মিনিট
১০ জন কম করে
  1. ২০টিকাঁচা লঙ্কা
  2. ৩চা চামচকালো জিরে
  3. ১চা চামচমেথি দানা
  4. ৩ টেবিল চামচহোয়াইট ভিনেগার
  5. ৪ টেবিল চামচসর্ষে তেল
  6. ২ টেবিল চামচনুন

রান্নার নির্দেশ সমূহ

৩/৪ মিনিট
  1. 1

    কালো জিরে ও মেথি দানা শুকনো খোলা তে ভেজে নিতে হবে। ৩/৪ মিনিট কম আঁচে। ঠাণ্ডা হলে গুঁড়ো করে নিতে হবে। কাঁচা লঙ্কা ধুয়ে একটি পরিষ্কার কাপড়ে মুছে শুকিয়ে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে অর্ধেক চিরে নিতে হবে আর বাকি টা ১ টি লঙ্কা কে ২/৩ টুকরো তে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কা, গুঁড়ো মসলা ও নুন নিতে হবে একটি শুকনো পাত্রে। খুব খেয়াল রাখতে হবে কোন ভাবে জল না থাকে তাহলে আচার বেশী দিন টিকবে না।

  2. 2

    কাঁচা লঙ্কা, গুঁড়ো মসলা ও নুন ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সর্ষে তেল মিশিয়ে নিতে হবে।

  3. 3

    একটি এয়ার টাইট ঢাকনা ওয়ালা কাঁচের জারে সমস্ত লঙ্কার আচারের মিশ্রন ঢেলে ওপর থেকে ভিনেগার যোগ করে দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। ২/৩ দিন রোদ্দুরে রাখলে আচার খুব ভালো ভাবে মজে যাবে। ভাত, রুটি ও পরোটার সাথে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes