ড্রাই চিলি চিকেন (dry chilli chicken recipe in Bengali)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#GA4
#Week13
এই সপ্তাহের ধাঁধা থেকে চিলি (chilli) নিলাম।

ড্রাই চিলি চিকেন (dry chilli chicken recipe in Bengali)

#GA4
#Week13
এই সপ্তাহের ধাঁধা থেকে চিলি (chilli) নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  3. স্বাদমতোনুন
  4. ১ টি পাতিলেবুর রস
  5. ১ চা চামচ গুঁড়ো লঙ্কা
  6. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ৪ টি কাঁচা লঙ্কা কুচি
  8. ১ চা চামচ আদা রসুন বাটা
  9. ১/২ কাপ কর্নফ্লাওয়ার
  10. ১ টি ডিম
  11. প্রয়োজনীয় সাদাপাকোড়া ভাজার জন্য তেল
  12. ২ টি ক্যাপ্সিকাম
  13. ৩ টি পেঁয়াজ
  14. ১টেবিল চামচ পিয়াঁজ কুচি
  15. ২ টি রসুন কুচি
  16. ১/২ কাপ টমেটো সস
  17. ১/২ কাপ চিলি সস
  18. ২ চা চামচ সোয়া সস
  19. ১/২ চা চামচ চিনি
  20. ২ টেবিল চামচচিলি চিকেন করার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    চিলি চিকেনের পিস করা চিকেন ভালো করে ধুয়ে নিতে হবে তাতে নুন,পাতিলেবুর রস, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,কাঁচা লঙ্কা কুচি,গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    ১ ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনের মধ্যে ১ টি ডিম ও কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে।

  3. 3

    করাই তে সাদা তেল দিয়ে তেল গরম হলে পাকোড়া ছাড়তে হবে তেলের মধ্যে।ভাজা হলে নামিয়ে নিতে হবে।

  4. 4

    ক্যাপ্সিকাম পিয়াঁজ চৌকো করে কেটে নিতে হবে।

  5. 5

    কড়াইতে সাদা তেল দিয়ে তাতে পিয়াঁজ কুচ ও রসুন কুচি দিয়ে ভাজতে হবে।এরপর চৌকো করে কাটা পিয়াঁজ ও ক্যাপ্সিকাম দিতে হবে।

  6. 6

    একটু ভাজা হলে টমেটো সস, চিলি সস, সোয়া সস দিতে হবে।একটু নাড়াচারা করতে হবে।

  7. 7

    এরপর ওই কড়াইয়ে পাকোড়া গুলো দিতে হবে।সসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  8. 8

    শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes