ইনস্ট্যান্ট খোয়া গোলাপ জাম (instant khoya gulapjam recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

#GA4
#week18
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি গোলাপ জাম বেছে নিয়েছি

ইনস্ট্যান্ট খোয়া গোলাপ জাম (instant khoya gulapjam recipe in Bengali)

#GA4
#week18
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি গোলাপ জাম বেছে নিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
10 পিস
  1. 1 কাপদুধ
  2. 1 কাপগুঁড়ো দুধ
  3. 1/4 কাপময়দা
  4. 2 চা চামচঘি
  5. 1/4 চা চামচকেশর
  6. 2 টিএলাচ
  7. 1 কাপচিনি
  8. 1.5 কাপজল
  9. 1 চিমটিবেকিং সোডা
  10. পরিমাণ মতোসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    একটি প্যানে ঘি দিয়ে দুধ টা দিয়ে একবার ফুটে উঠলে গুড়ো দুধ দিয়ে দিতে হবে এবং ভালো ভাবে মিশিয়ে নিতে হবে

  2. 2

    সমানে নাড়িয়ে নাড়িয়ে যখন একটি মন্ড মত হবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে

  3. 3

    এরপর খোয়া টা হাত দিয়ে ঝুরো ঝুরো করে নিতে হবে এবং তাতে ময়দা,সোডা আর 3 চা চামচ দুধ দিয়ে একত্রে মেখে নিতে হবে,কিন্তু চেপে চেপে মাখা যাবে না এরপর 5 মিনিট ঢেকে রাখতে হবে।

  4. 4

    2 চামচের মত গোলাপজামের ডো থেকে নিয়ে তাতে কেশর ভেজানো জল টা দিয়ে মেখে নিতে হবে।

  5. 5

    এরপর হাতের মধ্যে একটু ঘী লাগিয়ে নিয়ে একটু করে ডো নিয়ে তাতে বাটির মত করে মধ্যে খানে কেশর দেয়া ডো দিয়ে মুড়ে বলের মত বানিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর একদিকের চিনি,জল,এলাচ আর কেশর দিয়ে রস বানিয়ে সেটা কম আঁচে ফোটাতে হবে আর অন্যদিকে তৈরি করা বল গুলো ডুবো তেল একদম কম আঁচে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    এরপর রসে দিয়ে 2 মিনিট ফুটিয়ে ঢেকে রেখে দিতে হবে।

  8. 8

    তারপর ঠান্ডা করে পরিবেশন করুন অথবা গরম গরম পরিবেশন ও করতে পারেন.. এইভাবে করলে খুব নরম গোলাপ জাম তৈরি হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

Similar Recipes