মোগলাই পরোটা (Mughlai porota recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#১লাফেব্রুয়ারী
#মোগলাই_পরোটা
মোগলাই পরোটা খুবই জনপ্রিয় একটি পদ । এটি সাধারণত ডিম দিয়েই বেশী হয়ে থাকে । আজ বানাবো মোগলাই পরোটা ।

মোগলাই পরোটা (Mughlai porota recipe in bengali)

#১লাফেব্রুয়ারী
#মোগলাই_পরোটা
মোগলাই পরোটা খুবই জনপ্রিয় একটি পদ । এটি সাধারণত ডিম দিয়েই বেশী হয়ে থাকে । আজ বানাবো মোগলাই পরোটা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. ডো এর জন্য
  2. 2 কাপময়দা
  3. 2 চা চামচতেল
  4. 1 চা চামচনুন
  5. পরিমাণ মতজল
  6. পুরের জন্য
  7. 3 টিডিম
  8. 5 টিপিঁয়াজ কুচি
  9. 7 কোয়ারসুন কুচি
  10. 2 ইঞ্চিআদা কুচি
  11. 1 চা চামচজিরা গুঁড়ো
  12. 1/2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  13. 1 চা চামচকিচেনকিং মশলা
  14. 1 চা চামচপাওভাজি মশলা
  15. 1/2 চা চামচনুন
  16. 1 চিমটিহলুদ গুঁড়ো
  17. 2 টিকাঁচালঙ্কা কুচি
  18. 1/2 কাপবিস্কুট গুঁড়ো
  19. 4 চা চামচঅলিভ অয়েল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে সব একজায়গাতে গুছিয়ে নিলাম । আমি তিনটি ডিম নিয়েছি, পিঁয়াজ, রসুন, আদা,কাঁচালঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি ।সব গুড়ো মশলা এক জায়গাতে রেডি করে নিয়েছি ।

  2. 2

    পিঁয়াজ ও কাঁচালঙ্কা কুচির সাথে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরী মির্চী, জিরাগুঁড়ো, কিচেনকিং মশলা, পাউভাজী মশলা সবকিছু একটি বাটিতে নিয়ে,তাতে ডিমগুলো ফাটিয়ে নিলাম ও সব একসাথে গুলে নিলাম ।

  3. 3

    ময়দাতে নুন, তেল ও পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে নিয়ে তাতে তেল মাখিয়ে একঘন্টা চাপা দিয়ে রাখলাম ।

  4. 4

    এবার প্যান গরম করে রসুন কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে একমিনিট ভেজে পিঁয়াজকুচি দিয়ে নুন, হলুদ ও সব গুঁড়ো মশলা মিশিয়ে দুমিনিট ভেজে নিলাম ।

  5. 5

    এবার প্যানের মধ্যে ডিমের গোলা মিশিয়ে দুমিনিট ভেজে পরিমাণ মতো বিস্কুটগুঁড়ো দিলাম । সব একসাথে মিশিয়ে ভেজে নিলাম ।

  6. 6

    ডিম ভাজার সাথে বিস্কুটগুঁড়ো বেশ একটা জমাট মিশ্রণ তৈরী হল ।

  7. 7

    এবার মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে বেশ বড়ো করে বেলে নিলাম । সব গুলো বেলে নিলাম ।

  8. 8

    এখন লেচির মাঝখানে ডিমভাজার পুর দিয়ে মুড়ে দিলাম । প্রথমে ডানদিকে পরে বামদিকে মুড়ে, তারপরে নিচের দিকে মুড়ে, শেষে উপরের দিকে মুড়ে দিলাম । পরোটার আকারে গড়ে নিলাম ।

  9. 9

    সবগুলো একই ভাবে করে নিলাম । এবার অন্য একটি প্যান গরম করে তাতে একচামচ তেল দিয়ে পরোটা দিয়ে এপিঠ ওপিঠ দুপাশেই মুচমুচে করে ভেজে নিলাম ।

  10. 10

    তৈরী মুচমুচে মোগলাই পরোটা ।

  11. 11

    আমি সসের সাথে পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes